আজকাল ওয়েবডেস্ক: দুর্বল ওমানকে হারিয়েই হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান। দাবি, ভারতকে নাকি তারা উড়িয়ে দেবে!
রাত পোহালেই ভারত–পাক মহারণ। দুবাইয়ে। মুখোমুখি হবে দুই দল। ধারেভারে অনেকটাই এগিয়ে সূর্যকুমার যাদবরা। বিশেষজ্ঞরাও ভারতকেই এগিয়ে রাখছেন। কিন্তু পাকিস্তান মনে করছে, তারাও লড়াই দিতে তৈরি। ওমানকে হারানোর পর পাক অধিনায়ক সলমন আলি আঘার হুঙ্কার, ‘আমরা যে কোনও দলকে হারাতে পারি।’
আরও পড়ুন: নেট রানরেটে ভারত বহু এগিয়ে, পাকিস্তানের কাছে হারলেও গ্রুপ শীর্ষে থাকা আটকাবে না সূর্যদের...
ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। তারপরই পাক অধিনায়কের হুঙ্কার, ‘আমার মনে হয়, গত ২–৩ মাসের মধ্যে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। আমি এর আগেও সেটা বহুবার বলেছি। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছি। এখানেও প্রথম ম্যাচ সহজে জিতলাম। তাই আমাদের শুধু ভাল ক্রিকেট খেলে যেতে হবে। আর যদি আমরা ধারাবাহিকভাবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি, তাহলে যে কোনও দলকে হারাতে পারি।’ সামনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ। ফলে ‘যে কোনও’ দল মানে যে ভারতকেই বোঝাচ্ছেন, সেটাই অনেকে মনে করছেন।
এটা ঘটনা, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে মোকাবিলাটা নিশ্চয়ই অতটা সহজ হবে না। ভারত অতটা মাথাও ঘামাচ্ছে না। টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শুধু বলেছেন ‘বোর্ড তো বলেই দিয়েছে যে, সরকারের নির্দেশ মতো চলছে। সেটা শোনার পর থেকে আমরা শুধুমাত্র খেলাতে মন দিয়েছি। এটুকু বলতে পারি, ভারত–পাকিস্তান ম্যাচ ইন্টারেস্টিং হবে।’
আরও পড়ুন: মোহন, ইস্ট সহ ১২ দল সুপার কাপ খেলতে রাজি, জানাল ফেডারেশন
এদিকে, জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করল পাকিস্তান। ‘নবাগত’ ওমানকে হারাল ৯৩ রানে। পাকিস্তানকে ১৬০ রানের বেশি এগোতে দেয়নি ওমানের বোলিং। কিন্তু ব্যাটিং করতে নেমেই যেন থরহরি কম্পমান তারা। সেই কারণে ওমানকে হারাতে বিশেষ কসরত করতে হল না পাকিস্তানকে। ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে গেল ওমান। ৯৩ রানে জিতে এশিয়া কাপ অভিযান শুরু করল সলমন আঘার দল।
অন্যদিকে, মহারণের আগে ভারতীয় দলকে ফোকাস ধরে রাখার বার্তা দিয়ে রাখলেন দেশের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব।
আরও পড়ুন: ক্রিকেট খেলতে খেলতেই বড় চাকরি পেয়ে গেলেন এই অজি ক্রিকেটার
বৃহস্পতিবার চণ্ডীগড়ে এক ইভেন্টে গিয়ে কপিল বলেন, ‘ভারতীয় প্লেয়ারদের উচিত শুধু খেলায় মনটা রাখা। ওদের টিমটা যথেষ্ট ভাল। তাই রবিবার ভারতের জেতা উচিত। তবে টিমকে বাইরের আওয়াজে কান দিলে চলবে না। শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সে মন দিতে হবে। আমি টিমকে বলব, মাঠে যাও। আর গিয়ে স্রেফ ম্যাচটা জিতে আসো।’
আর টিম ইন্ডিয়াও শুক্রবার থেকেই এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাক বধে ব্যাটাররা তো বটেই সূর্যর বড় অস্ত্র বরুণ, কুলদীপরা।
