বলিউড ও ওটিটি -দু’মাধ্যমেই একের পর এক শক্তিশালী মহিলা পুলিশ চরিত্র প্রমাণ করেছে, উর্দিতে নারীর উপস্থিতি মানেই শুধু ক্ষমতা নয়, প্রবল ক্যারিশ্মা ও দৃঢ়তা। ‘মর্দানি’ থেকে ‘দহড়’ - ছবির এই চরিত্রগুলি স্টিরিওটাইপ ভেঙে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, পর্দায় দাপট দেখানো এমনই কিছু আইকনিক মহিলা পুলিশ চরিত্র।
2
8
রানি মুখোপাধ্যায় (মর্দানি ফ্র্যাঞ্চাইজি): রানি মুখোপাধ্যায় আবারও ফিরছেন নির্ভীক পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের ভূমিকায় ‘মর্দানি ৩’-তে। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে তাঁর মুখোমুখি ভয়ংকর খলনায়ক 'আম্মা', যে চরিত্রে আছেন মল্লিকা প্রসাদ। দেশজুড়ে ছোট মেয়েদের পাচার চক্রের বিরুদ্ধে এই লড়াই আরও এক ধাপ এগোবে। ছবি মুক্তি পাবে ৩০ জানুয়ারি।
3
8
প্রিয়াঙ্কা চোপড়া (জয় গঙ্গাজল): প্রকাশ ঝা পরিচালিত এই ছবিতে আইপিএস অফিসার আভা মাথুরের চরিত্রে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্থানীয় দুর্নীতি ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে একা লড়াই করা এক সৎ পুলিশ অফিসারের দৃঢ়তা এই চরিত্রের মূল শক্তি।
4
8
সোনাক্ষী সিনহা (দহড়): ওটিটিতে অভিষেকেই বাজিমাত। ‘দাহাদ’ সিরিজে সাব-ইনস্পেক্টর অঞ্জলি ভাটি হিসেবে সোনাক্ষী সিনহা তদন্ত করেন রাজস্থানে একের পর এক নিখোঁজ নারীর মামলা। এক সিরিয়াল কিলারের খোঁজে অবিচল, আপসহীন এক পুলিশ অফিসারের চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
5
8
রবিনা ট্যান্ডন (অরণ্যক): নেটফ্লিক্সের ক্রাইম ড্রামা ‘অরণ্যক’-এ হিমাচলের কাল্পনিক শহর সিরোনাহর এসএইচও কস্তুরি ডোগরার ভূমিকায় রবিনা ট্যান্ডন। শহরের লোককথা, অন্ধবিশ্বাস আর এক সিরিয়াল কিলারের বিভীষিকার সঙ্গে লড়াই করতে দেখা যায় তাঁকে।
6
8
শেফালি শাহ (দিল্লি ক্রাইম): ডিসিপি বর্তিকা চতুর্বেদী। ওটিটির অন্যতম শক্তিশালী পুলিশ চরিত্র। সমালোচকদের প্রশংসিত ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় সিজ়নে শেফালি শাহ আবারও ফিরেছেন এই চরিত্রে, যেখানে তাঁর লড়াই আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে।
7
8
তাব্বু (দৃশ্যম): আইজি মীরা দেশমুখ আইপিএস। দৃশ্যম ফ্র্যাঞ্চাইজ়ে তবুর এই চরিত্র ভীষণই দৃঢ় ও আবেগঘন। ছেলে নিখোঁজ হওয়ার পর যাদের দায়ী মনে করেন, সেই পরিবারকে খুঁজে বের করতে কোনও আপস না করা এক মায়ের দৃঢ়তা ও এক পুলিশ অফিসারের তীক্ষ্ণ বুদ্ধির মেলবন্ধন এই চরিত্র।
8
8
অদিতি এস পোহাঙ্কর (শি): ইমতিয়াজ আলি নির্মিত সিরিজ ‘শি’-তে আন্ডারকভার কনস্টেবল ভূমিকা পরদেশির চরিত্রে অদিতি এস পোহাঙ্কর। মাদকচক্র ধরতে যৌনকর্মীর ছদ্মবেশে নামতে হয় তাঁকে। দু’টি সিজন জুড়ে নিজের জীবন বাজি রেখে মিশন সফল করার গল্প এই চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছে।