আজকাল ওয়েবডেস্ক: তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটকে ঘিরে উত্তেজনা বাড়াতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বড় ঘোষণা করল পিসিবি। দ্বিতীয় টেস্ট ম্যাচে স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট থেকে শুরু হবে। পড়ুয়াদের লাইভ ক্রিকেট ম্যাচের রোমাঞ্চকর পরিবেশের অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই ভাবনা পিসিবির।
জানা গিয়েছে, বিনামূল্যে টেস্ট দেখতে গেলে স্কুলের ইউনিফর্ম পরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র নিয়ে আসতে হবে মাঠে। তবেই পড়ুয়াদের আসন সাপেক্ষে ইমরান খান এবং জাভেদ মিয়াঁদাদ স্ট্যান্ড সহ ভিআইপি বক্সে বসতে দেওা হবে। তাছাড়ও মিরান বক্স, শোয়েব আখতার, সোহেল তানভীর এবং ইয়াসির আরাফাত স্ট্যান্ডের মত প্রিমিয়াম স্ট্যান্ডগুলিতেও বসতে পারবেন।
এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম টেস্ট ম্যাচের সময় দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়াতে চতুর্থ এবং পঞ্চম দিনে ভক্তদের বিনামূল্যে প্রবেশের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশ বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে। সিরিজটি চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
