আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে জয়ের খাতা খোলার পরের দিনই মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিলেন নুনো রেইস। মঙ্গলবার বিকেলে ক্লাবের মাঠে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন পর্তুগিজ ডিফেন্ডার। শারীরিক কসরতের পর বল ট্রেনিংও করেন। রুদ্ধদ্বার অনুশীলন থাকলেও, মাঠে ভিড় জমায় সমর্থকরা। প্র্যাকটিসে নামার আগে নুনোর সঙ্গে একপ্রস্থ সেলফি পর্ব চলে। হাসিমুখে বাগান ভক্তদের অটোগ্রাফ দেন পর্তুগিজ ফুটবলার। ক্লোজড ডোর থাকায় প্র্যাকটিস দেখতে পারেনি সাপোর্টাররা। নুনোর পাশাপাশি জেমি ম্যাকলারেনের সঙ্গে সেলফি তোলার ভিড়ও কম ছিল না। ভারতীয়দের মধ্যে হাসিমুখে সমর্থকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মনবীরকে। বেঙ্গালুরু ম্যাচে তাঁর থেকে গোলের আবদার করে সমর্থকরা।
ম্যাচের পরের দিন ফুটবলারদের ছুটি দেননি হোসে মোলিনা। মঙ্গলবার থেকেই বেঙ্গালুরু ম্যাচে প্রস্তুতি শুরু করে দিলেন। এদিন মূলত রিহ্যাব হয়। জিমেই সময় কাটায় নর্থ ইস্ট ম্যাচ খেলা প্রথম একাদশের ফুটবলাররা। অনুশীলন শুরু করার আগে কোচিং স্টাফ এবং ফুটবলারদের নিয়ে ড্রেসিংরুমেই টিম মিটিং করেন মোলিনা। মোহনবাগানের প্রধান সমস্যা রক্ষণ। প্রতি ম্যাচে গোল হজম করছে দল। এএফসির কথা ভেবে নুনোকে সই করানো হয়েছে। তাঁর অন্তর্ভুক্তিতে সবুজ মেরুনের রক্ষণের সমস্যা মেটে কিনা সেটাই দেখার।
