আজকাল ওয়েবডেস্ক: টি২০ ক্রিকেটে ভেঙে গেল ক্রিস গেইলের রেকর্ড। এক ইনিংসে ১৯ ছয় মেরে নতুন নজির গড়লেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে এই নজির গড়েছেন কিউয়ি ব্যাটার।


টি২০ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন যুগ্মভাবে ছিল গেইল এবং সাহিল চৌহানের দখলে। তাঁরা একটি ইনিংসে ১৮টি করে ছক্কা মেরেছিলেন। তাঁদের সেই রেকর্ড এবার হাতছাড়া হয়ে গেল।


মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন অ্যালেন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ১৫১ রান করে আউট হন তিনি। ৪৯ বলে পূর্ণ করেন ১৫০ রান। ২০ বলে করেন ৫০। এর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। শতরান পূর্ণ করেন ৩৪ বলে। দু’টি ওভারে তিনটি করে ছক্কা মেরেছেন। ৫১ বলের ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটার মেরেছেন ৫টি চার এবং ১৯টি ছক্কা। 


আরও নজির গড়েছেন অ্যালেন। মেজর লিগ ক্রিকেটে দ্রুততম ১৫০ করার নজির গড়েছেন। এছাড়া টি২০ ক্রিকেটে এটাই নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের দ্রুততম শতরান। আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম ১৫০ রানের নজির এটি। দলের ইনিংসের ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কা মারতে গিয়ে ওয়েনের বলে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালেন। 


প্রসঙ্গত, দেশের হয়ে ৫২টি টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৬৩.২৭। যা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সেরা।