আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মধ্যেই পিএসএল রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে স্বাভাবিকভাবেই সমস্যার উদ্রেক হয়েছে। দুই লিগে একসঙ্গে খেলতে পারবে না প্লেয়াররা। তাঁদের একটি লিগ বেছে নিতেই হবে। স্বাভাবিকভাবেই সেটা হবে আইপিএল। একাধিক কারণে ভারতের কোটিপতি লিগে খেলতে আগ্রহী হবে ক্রিকেটাররা। এবার পিএসএল প্রত্যাখান করে আইপিএলকে বেছে নিলেন করবিন বস। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। লিজাদ উইলিয়ামসের পরিবর্ত হিসেবে ডাক পেয়েছেন তিনি। এই নিয়ে খুশি নয় পাকিস্তানের ক্রিকেট কর্তারা। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড বসকে আইনি নোটিশ‌ দিয়েছে। বোর্ডের চুক্তি ভেঙে আইপিএলকে বেছে নেওয়ার জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে। বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। পিএসএলের দশম সংস্করণে তাঁকে নেয় পেশোয়ার জলমি। ১৩ জানুয়ারি ড্রাফটে বেছে নেওয়া হয় তাঁকে। এদিকে চলতি মাসের শুরুতে তাঁর নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বসের এজেন্টের মাধ্যমে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। কৈফিয়ত দিতে বলা হয়েছে। চুক্তি ভাঙার কারণ জানাতে বলা হয়েছে। জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শাস্তির মুখে পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে।