আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে শুরুটা ভাল করেনি মোহনবাগান। পুলিশের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই হারতে হয়েছিল সবুজ-মেরুনকে।
দ্বিতীয় ম্যাচে মোহনবাগান ফিরল মোহনবাগানেরই মতো। কলকাতা লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে একটা, দুটো নয়, চার-চারটি গোল দিল। দিনান্তে খেলার ফলাফল মোহনবাগান ৪ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ০।
প্রথম ম্যাচে মোহনবাগানকে ফিকে দেখিয়েছিল। কলকাতা লিগ শুরুর কয়েকদিন আগে প্রস্তুতি শুরু করায় বোঝাপড়া তৈরি হয়নি বলেছিলেন ডেগি কার্ডোজো।
দ্বিতীয় ম্যাচে মোহনবাগানকে অনেকটাই সাবলীল দেখিয়েছে। মোহনবাগানকে এগিয়ে দেন ক্যাপ্টেন সন্দীপ মালিক। দ্বিতীয় গোলটি আত্মঘাতী। বিরতির সময়ে মোহনবাগান ২-০ গোলে এগিয়েছিল।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলায় কোমও পরিবর্তন হয়নি। প্রথমার্ধের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলে পাসাং ৩-০ করেন সবুজ-মেরুনের হয়ে। আদিল আবদুল্লা ৪-০ করেন। খেলার শেষের দিকে অফসাইডের জন্য মোহনবাগানের গোল বাতিল হয়।
