মহমেডান স্পোর্টিং‌ - ১ (সাকা)

সুরুচি সংঘ - ২ (আবুসুফিয়ান, সঞ্জয়)

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা লিগের সেরা ম্যাচ খেলার পর আবার হার মহমেডান স্পোর্টিং‌য়ের। মঙ্গলবার ব্যারাকপুরে সুরুচি সংঘের কাছে ২-১ গোলে হারল সাদা কালো বাহিনী। নিয়মরক্ষার ম্যাচও জিততে পারল না কলকাতার তৃতীয় প্রধান। এগিয়ে গিয়েও জোড়া গোল হজম। তিন পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ল মহমেডান।‌ বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল সাদা কালো ব্রিগেড। ম্যাচের ৩৯ মিনিটে সাকার গোলে এগিয়ে যায় মহমেডান।‌ কিন্তু লিড ধরে রাখতে পারেনি। চলতি কলকাতা লিগে ভাল ফর্মে নেই তিনবারের চ্যাম্পিয়নরা। গত পাঁচ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছিল। তাসত্ত্বেও আশা ছাড়িনি সমর্থকরা। লিগের শেষ দুই ম্যাচে জয়ের আশায় ছিল। তার অন্যতম কারণ, আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স। সেদিন ম্যাচটা জিততেও পারত মহমেডান।‌ কিন্তু শেষপর্যন্ত ড্র হয়। তবে এদিন ধারাবাহিকতা ধরে রাখতে পারল না হাকিমের দল। কমজোরী সুরুচির বিরুদ্ধেও হারের মুখে দেখতে হল। 

মঙ্গলবার শুরুটা ভালই করে মহমেডান। বিরতির আগে এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে সুরুচি। শেষ কোয়ার্টারে জোড়া গোল খায় মহমেডান। ম্যাচের ৭৫ মিনিটে সমতা ফেরান শেখ আবুসুফিয়ান। তার দশ মিনিটের মধ্যে আবার গোল। সুরুচির পক্ষে ২-১ করেন সঞ্জয় ওঁরাও। এরপর আর গোল শোধ দিতে পারেনি সাদা কালো ব্রিগেড। কলকাতা লিগে মহমেডানের শেষ ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। আই লিগ থ্রির জন্য সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। তবে পরিস্থিতি অনুযায়ী, পুজোর আগে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। এদিকে বৃহস্পতিবার আইএসএলে চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মহমেডানের সিনিয়র দল।