আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। মেগা টুর্নামেন্টে পার্পল ক্যাপ দেওয়ার নিয়ম নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। প্রসঙ্গত, পার্পল ক্যাপ দেওয়া হয় টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারকে। কিন্তু কাইফের মতে এই নিয়ম ন্যায়সঙ্গত নয়। তাঁর দাবি, অনেক ভালো বোলারকে ব্যাটাররা সাবধানে খেলেন বলে প্রতিভা থাকা সত্ত্বেও তাঁরা পার্পল ক্যাপ পান না। 

নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কাইফ জানিয়েছেন, 'পার্পল ক্যাপের নিয়ম নিয়ে আমি সন্তুষ্ট নই। কারণ যশপ্রীত বুমরা, সুনীল নারিন বা রশিদ খানের মতো বিশ্বমানের বোলাররা এখনও আইপিএলে একবারও পার্পল ক্যাপ জেতেননি। কারণ ব্যাটাররা এদের বিরুদ্ধে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে খেলেন।' তিনি আরও বলেন, 'বুমরা যখন বল করে, তখন ব্যাটাররা ঝুঁকি নিতে চায় না। ফলে উইকেট পাওয়া কঠিন হয়। অথচ কিছু বোলার ১০ ইকোনমি রেটে রান দিলেও বেশি উইকেট পেলেই তারা পার্পল ক্যাপ পেয়ে যায়। এটা ন্যায্য নয়।' 

উল্লেখ্য, চলতি আইপিএলে বর্তমানে পার্পল ক্যাপ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজেলউডের দখলে। তিনি ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন, ৩৬.৫ ওভার বল করে ৩১১ রান দিয়েছেন, তার ইকোনমি রেট ৮.৪৪।কাইফের এই মন্তব্যে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। তবে কি উইকেটের পাশাপাশি ইকোনমি, ডট বল, চাপ তৈরি করার দক্ষতাকে গুরুত্ব দিয়ে পার্পল ক্যাপ দেওয়া উচিত?