আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বতী কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক। দলকে বাঁচানোর জন্য তাঁদের প্রাক্তন ফুটবলারের শরণাপন্ন রেড ডেভিলসরা। মঙ্গলবার ক্লাবের ক্যারিংটন ট্রেনিং সেশনে আসতে দেখা যায় ক্যারিককে। মরশুম শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ম্যান ইউ। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষিত হয়নি। ওল্ড ট্র্যাফোর্ডে পরিচিত নাম ক্যারিক। ম্যাঞ্চেস্টারের হয়ে পাঁচবার প্রিমিয়ার লিগ জেতেন। তাঁর ক্যাবিনেটে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগও। রুবেন আমোরিমের উত্তরসূরি হতে চলেছেন প্রাক্তন তারকা। ইংল্যান্ডের প্রাক্তন সহকারী কোচ স্টিভ হল্যান্ড ক্যারিকের কোচিং দলের অঙ্গ হবেন। 

এর আগে ম্যান ইউতে সহকারী কোচের ভূমিকা পালন করেন ক্যারিক। ২০২১ সালে ওলে গান্নার সোলসজারকে ছেঁটে ফেলার পর অন্তর্বতী কোচ হিসেবে ক্যারিকের কোচিংয়ে টানা তিন ম্যাচে জেতে ম্যান ইউ। তার আগে এই ভূমিকার জন্য তাঁরও ইন্টারভিউ হয়েছিল। তবে কোচিংয়ে বিশেষ অভিজ্ঞতা নেই প্রাক্তন মিডফিল্ডারের। দ্বিতীয় ডিভিশনের ক্লাব মিডলসবোরোতে ২০২২ থেকে ২০২৫ কোচিং করেন। ক্যারিককে অন্তর্বর্তী কোচ করা মানে রুবেনের পরিবর্তে একজন দীর্ঘমেয়াদি কোচের খোঁজ চলছে। ১৪ মাস পর ছেঁটে ফেলা হয় তাঁকে। 

ম্যান ইউয়ের প্রাক্তন তারকা ওয়েন রুনি মনে করেন, প্লেয়াররা ক্যারিককে সম্মান করবে। রুনি বলেন, 'মাইকেল খুবই চালাক। শেষবার ভাল করেছিল।' এফএ কাপের তৃতীয় রাউন্ডে ব্রাইটনের কাছে হারের পর ক্যারিকের প্রাথমিক লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করা। পরপর দু'বার ট্রফিহীন মরশুম যেতে পারে ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপের প্রথম ম্যাচেও হারে ম্যান ইউ। ক্যারিক ছাড়াও ড্যারেন ফ্লেচার এবং রুদ ভ্যান নিস্তেলরুইয়ের নাম নিয়েও আলোচনা হয়। কিন্তু শেষপর্যন্ত প্রাক্তন মিডফিল্ডারকে বেছে নেওয়া হয়। শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ক্যারিককে। শনিবার ঘরের মাঠে ম্যান সিটির মুখোমুখি। পরের সপ্তাহে প্রতিপক্ষ আর্সেনাল। তবে পরের মরশুমে তাঁর হেড কোচ হিসেবে থাকার সম্ভাবনা কম। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর সপ্তম কোচের খোঁজে ম্যান ইউ। মাঝের বছরগুলোতে সেইভাবে কেউ তেমন সাফল্য পায়নি। ডেভিড ময়েস, লুই ভ্যান গাল, হোসে মোরিনহো, ওলে গান্নার সোলসজার, এরিক টেন হ্যাগের পাশাপাশি ব্যর্থতার তালিকায় নাম লেখান রুবেন আমোরিম। ফার্গুসনের সেরা দলের অন্যতম অঙ্গ ছিলেন। ইউনাইটেডে ১২ বছরে ১২টি ট্রফি জেতেন ক্যারিক। এবার নতুন ভূমিকায়।