আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে আয়ুষ বাদোনি ছাড়া দুর্বল দিল্লিকে ৭৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় মরশুমে সেমিফাইনালে জায়গা করে নিল বিদর্ভ।

মঙ্গলবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জোরে জয় নিশ্চিত করে বিদর্ভ। চোটের কারণে ঋষভ পন্থ এবং জাতীয় দলে ব্যস্ত থাকার জন্য আয়ুষ বাদোনিকে না পেয়ে দুর্বল দিল্লির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ রাখে বিদর্ভ।

সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কর্ণাটকের। গত মরশুমের ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে এই সেমিফাইনালে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার আমন মোকাদে দ্রুত ফিরে গেলেও ঘুরে দাঁড়ায় বিদর্ভ।

দলের হয়ে ইনিংস সামলান যশ রাঠোর। সাবলীল ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনার অথর্ব তাইড়ে করেন গুরুত্বপূর্ণ ৬২ রান, যা এই টুর্নামেন্টে তাঁর পরপর দ্বিতীয় অর্ধশতরান।

ধ্রুব শোরে ৪৯ রান করেন। শেষদিকে রোহিত বিনকর ও অধিনায়ক হর্ষ দুবের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩০০ রান তোলে বিদর্ভ।

বিদর্ভের ইনিংসের মোড় ঘুরিয়ে দেয় দ্বিতীয় উইকেটে আথর্ব তাইড়ে ও ধ্রুব শোরের ৯০ রানের জুটি। ৭২ বলে ৬২ রানের ইনিংসে আটটি চার মারেন তাইড়ে। ২৫তম ওভারে তাঁর উইকেটটি নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ২০০তম উইকেট পূর্ণ করেন ইশান্ত শর্মা।

৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দিল্লি। প্রিয়াংশ আর্য ১৭ বলে ২৮ রান করেন। কিন্তু অষ্টম ওভারে নাচিকেট ভুটের ডাবল স্ট্রাইকে ম্যাচ ঘুরে যায়।

টানা দু’বলে প্রিয়াংশ আর্য ও নীতীশ রানাকে ফেরান তিনি। এরপর মিডল ওভারে অধিনায়ক বিদর্ভ অধিনায়ক হর্ষ দুবের দুর্দান্ত পারফরম্যান্সে ২৭ ওভারের মধ্যেই ১২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি।

উইকেটকিপার ব্যাটার অনুজ রাওয়াত ধৈর্য ধরে লড়াই চালান। ৯৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে দিল্লিকে ম্যাচে টেনে রাখার চেষ্টা করেন তিনি। মায়াঙ্ক গুসাইন, হর্ষ ত্যাগী ও হৃতিক শখিনের সঙ্গে ছোট ছোট জুটি গড়লেও ক্রমশ বেড়ে যায় প্রয়োজনীয় রানরেট।

একসময় ৬৪ বলে ৯৮ রান দরকার ছিল দিল্লির। সেই সময়েই দ্রুত রান তুলতে গিয়ে প্রফুল হিঙ্গের বলে ক্যাচ দিয়ে ফেরেন রাওয়াত। সেখানেই কার্যত শেষ হয়ে যায় দিল্লির আশা।

বিদর্ভের হয়ে দুরন্ত বোলিং করেন নাচিকেট ভুটে। ৭.১ ওভারে ৫১ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। দুই ওপেনারের পাশাপাশি শেষদিকে ইশান্ত শর্মা ও নভদীপ সাইনির উইকেটও তুলে নেন ভুটে।

অধিনায়ক হর্ষ দুবে নেন ৩৬ রানে ৩ উইকেট। প্রফুল হিঙ্গে পান ২টি উইকেট। দিল্লির হয়ে ইশান্ত শর্মা, নভদীপ সাইনি ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন।

শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় দিল্লি। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় তাদের অভিযান।

আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বিদর্ভের মুখোমুখি হবে কর্ণাটক। অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে।