আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। ভারতের গ্রুপেই রয়েছে ইউএসএ। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা হয়নি। তবে ভারত এবং পাকিস্তানের বংশোদ্ভূত একাধিক ক্রিকেটারকে দলে রাখা হবে। এমনই একজন প্লেয়ার আলি খান। ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ ছিলেন। ইনস্টগ্রাম পোস্টে ডান হাতি পেসার জানান, তাঁর ভারতীয় ভিসা খারিজ হয়ে গিয়েছে। তিনি লেখেন, 'ভারতের ভিসা খারিজ হয়ে গিয়েছে।' 

পাকিস্তানের আটকে জন্ম এবং বেড়ে ওঠা। তাঁর ১৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে তাঁর পরিবার। ১৫টি একদিনের ম্যাচ এবং ১৮টি টি-২০ খেলেন। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে তাঁর ভিসা বাতিল বড় খবর। একদিকে বাংলাদেশের ভারতে খেলতে আশা নিয়ে নাটক চলছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে আসতে চায় না তাঁরা। মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল হওয়ার পর বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায়। মঙ্গলবার বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বৈঠকে বিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন, নিজাম উদ্দিন চৌধুরী। বৈঠকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন বিসিবির কর্তারা। জানিয়ে দেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। নিজেদের সিদ্ধান্ত আরও একবার বিবেচনা করার অনুরোধ জানায় আইসিসির কর্তারা। সুতরাং, এদিনও এই সমস্যার কোনও সমাধান সূত্র বেরোয়নি।