আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামিতে আরও একবছর দেখা যাবে উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে। তাঁকে নিয়ে উদ্ভুত অনিশ্চয়তা কেটে গিয়েছে। সুয়ারেজের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে মায়ামি।
ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে লেখা হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত সুয়ারেজের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী মরশুমে মায়ামির জার্সি পরেই খেলতে দেখা যাবে উরুগুয়ের এই তারকাকে। এখন আর আগের সেই গতি নেই সুয়ারেজের। কিন্তু গোলের খিদে রয়েছে আগের মতোই।
মেসি-সুয়ারেজ যুগলবন্দি এখনও বিপক্ষের রাতের ঘুম কেড়ে নেয়। এবারের মেজর লিগ সকারে তাই দেখা গিয়েছে। মায়ামির জার্সিতে সুয়ারেজ করেছেন ২১টি গোল,১০টি অ্যাসিস্ট।
ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি সুয়ারেজ। দলকে আরও সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সুয়ারেজ বলেছেন, ''আমি অত্যন্ত খুশি। ইন্টার মায়ামিতে আরও এক বছর খেলার সুযোগ পেয়েছি। ক্লাবের সমর্থকরা আমাদের পরিবারের মতো। তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ গভীর। আশা রাখি, আগামী বছর আমরা সাফল্য এনে দিতে পারব।''
এদিকে, আগামী মরশুমে জেরার্দো মার্টিনোকে আর ইন্টার মায়ামির ডাগ আউটে দেখা যাবে না। ব্যক্তিগত কারণের জন্যই ক্লাব ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে কোচিং করাবেন হ্যাভিয়া ম্যাসচেরানো। যদিও মার্টিনোর চুক্তির আরও এক বছর ছিল মায়ামিতে।
মেসি-সুয়ারেজদের কোচের এই আচম্বিতে সরে যাওয়ার খবরে বিস্মিত হন সমর্থকরা। মেজর লিগ সকারের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই মায়ামির চাকরি ছাড়েন মার্টিনো। জেরার্দো মার্টিনোর কোচিংয়ে চলতি মরশুমে সাপোর্টার্স শিল্ড জিতেছিল ইন্টার মায়ামি। এবার নতুন মরশুমে নতুন কোচ। মেসি-সুয়ারেজ জুটি ফুল ফোটাতে পারেন কিনা, সেটাই দেখার।
