আজকাল ওয়েবডেস্ক: গ্লানির অন্ধগলি থেকে সাফল্যের রাজপথ, প্রত্যাবর্তনের নীল-সাদা নায়কের নাম লিও মেসি। 
জোড়া কোপাজয়। কোহিনূরের দ্যুতি ছড়িয়ে বিশ্বকাপ জয়-ও সম্পূর্ণ। ট্র্যাজেডির রাত সরিয়ে রোমান্সের মহাকাব্য লেখা মেসির জন্য আর্জেন্টিনায় এক নিয়ম, বাকিদের জন্য অন্য নিয়ম। 
 
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে খেলতে হলে ক্লাবের হয়ে যথেষ্ট ম্যাচ খেলতে হবে। দেখাতে হবে নিজের দক্ষতা। তবেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া যাবে। 

ফুটবলারদের এমনই কড়া বার্তা দিয়েছেন নীল-সাদা জার্সিধারীদের কোচ লিওনেল স্কালোনি। কিন্তু লিও মেসির জন্য অন্য নিয়ম। দু'বারের কোপা এবং বিশ্বজয়ী কোচ স্কালোনি জানান, মেসির জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। 

বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্যারাগুয়ের কাছে হার মেনেছে মেসির আর্জেন্টিনা। সামনে অপেক্ষা করছে পেরু। স্কালোনি বলছেন, ''কোপা আমেরিকার পর এই ছ'টি ম্যাচ খুব কাছাকাছি সময়ের মধ্যে ছিল। এই কারণে বাইরে থেকে কাউকে আনার সময় পাইনি। যারা কাপ জিততে সাহায্য করেছে, তাদের নিয়েই এগিয়ে যেতে চেয়েছিলাম। তবে এখন থেকে সবাইকে ক্লাবের  হয়ে খেলতে হবে। তাদের খেলা দেখে আমরা সিদ্ধান্ত নেব। কে কীরকম ফর্মে আছে তা জানতে পারব। এটাই নিয়ম। কিন্তু হাতে যেহেতু সময় কম ছিল, তাই ছ'ম্যাচের জন্য নিয়ম অন্যরকম ছিল।'' 

কিন্তু মেসির জন্য এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দেন স্কালোনি।