আজকাল ওয়েবডেস্ক: মাঝের দিকে সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ইউরো কাপে গোল পাচ্ছিলেন না, রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের পরেও ফর্ম খারাপ যাচ্ছিল। নেশনস লিগের ম্যাচেও ফ্রান্সের জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। তবে দুঃসময় কাটিয়ে ওঠেন সকলেই। এমবাপ্পেও পেরেছেন। গত কয়েক মাসে পরপর ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন তিনি রিয়ালের হয়ে। সম্প্রতি ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফেরায় মাদ্রিদ।
এবার ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে জাতীয় দলে ফিরলেন তিনি। হেড কোচ দিদিয়ের দেশঁ নিশ্চিত করেছেন, রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে আগামী মার্চে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্স দলে ফিরছেন। এমবাপ্পে গত নভেম্বরে নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে স্কোয়াডে ছিলেন না। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ধীরগতিতে শুরু করার কারণে দেশঁ তাকে কিছুটা সময় দিয়েছিলেন মানিয়ে নেওয়ার জন্য। ইতালি ও ইজরায়েল ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ফেরায় তাঁকে আবারও জাতীয় দলে ডাকা হয়েছে। সাংবাদিক সম্মেলনে দেশঁ বলেন, ‘অবশ্যই, এমবাপ্পে থাকবে। কেন থাকবে না? নভেম্বরে না রাখার জন্য বিশেষ কিছু কারণ ছিল। ব্যক্তিগতভাবে কিছু কঠিন সময় কাটাতে হয়েছে তাঁকে। এখন এমবাপ্পে সম্পূর্ণ ফিট, যা তাঁর পারফরম্যান্স ও মনোবলে প্রতিফলিত হচ্ছে’।
ফ্রান্সের হয়ে ৮৬ ম্যাচে ৪৮ গোল করা এমবাপ্পে এখনও দলে সবচেয়ে বিপজ্জনক আক্রমণাত্মক অস্ত্র। রিয়াল মাদ্রিদে শুরুতে কঠিন সময় কাটালেও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ২৩ গোল করেছেন এই ফরোয়ার্ড। নেশনস লিগের সেমিফাইনালে ওঠার জন্য ক্রোয়েশিয়া ম্যাচ জিততেই হবে ফ্রান্সকে। ফলে, গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের প্রত্যাবর্তন ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
