আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক সমর্থকদের সঙ্গে মজাদার বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনারকে ট্রোল করার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি একটি ফুটবলের পডকাস্টে প্রিয় দল বার্সিলোনাকে নিয়ে টক শোয়ে যোগ দেন কুলদীপ। লাইভস্ট্রিম চলাকালীন তারকা স্পিনারকে ট্রোল করার চেষ্টা করে আরসিবির সমর্থক। জবাবে সেই ফ্যানকে চমকে দেন তারকা স্পিনার। কুলদীপের উদ্দেশে সমর্থক বলেন, 'কুলদীপ ভাই, আরসিবিতে চলে এসো। একজন গোলকিপার দরকার।' তার জবাবে ভারতীয় তারকা যা বলেন, তাতে হকচকিয়ে যায় সকলে। কুলদীপ বলেন, 'তোমাদের গোলকিপার নয়, ট্রফি দরকার আমার ভাই। গোলকিপার নিয়ে কী করবে?' এই উত্তরে সবাই মজা পেয়েছে।
মেগা নিলামের আগে কুলদীপকে রিটেন করে দিল্লি ক্যাপিটালস। বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন কুলদীপ। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টুর্নামেন্ট। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজেও আছেন কুলদীপ।
