আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে ওভালে শুরু পঞ্চম তথা শেষ টেস্ট। তার প্রস্তুতিতে মগ্ন শুভমন গিলরা। শেষ টেস্টে দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। তারমধ্যে কয়েকটা ফোর্সড পরিবর্তন। চোটের জন্য ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। এছাড়াও দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। যশপ্রীত বুমরাকে পাওয়া যাবে কিনা সেটা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। পাঁচ টেস্টের মধ্যে তিনটে টেস্টে খেলার কথা ছিল তারকা পেসারের। কিন্তু চতুর্থ টেস্টের গুরুত্বের কথা মাথায় রেখে, তাঁকে খেলানো হয়। অর্থাৎ তিনটে টেস্ট খেলা হয়ে গিয়েছে তাঁর। সুতরাং, শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা সেটা বুধবারের মধ্যে জানা যাবে। ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিরিজে ইতিমধ্যেই ১১৯.৪ ওভার বল করে ফেলেছেন বুমরা। তারমধ্যে ম্যাঞ্চেস্টারে ৩৩। তবে দ্বিতীয় ইনিংসে বল করতে হয়নি। যার ফলে কিছুটা বিশ্রাম পেয়েছেন। সেই কারণে হয়ত শেষ টেস্টে খেলানো হতে পারে তাঁকে। শেষ টেস্টে জিতে সিরিজে সমতা ফেরানোর চেষ্টায় শুভমন গিল অ্যান্ড কোম্পানি।
প্রথম চার টেস্টে সুযোগ পাননি কুলদীপ যাদব। এবার অপেক্ষার অবসান হতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার খুব বেশি প্রভাব পড়বে না ম্যাচে। গোটা সিরিজে মাঝেমধ্যে বৃষ্টি হলেও তার প্রভাব টেস্টের ফলাফলে পড়েনি। ম্যাঞ্চেস্টারে যেভাবে হারের মুখ থেকে ফিরেছে টিম ইন্ডিয়া, মোমেন্টাম শুভমনদের দিকেই থাকবে। সিরিজে সমতা ফেরানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কোচ গৌতম গম্ভীর জানিয়ে দেন, ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। সবাই খেলার জন্য তৈরি। তবে কোন কম্বিনেশন নিয়ে ভারত নামবে, সেটাই দেখার। মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের খেলা নিশ্চিত। তৃতীয় বোলার হিসেবে যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের মধ্যে একজন খেলবে। তবে একটা প্রশ্ন আবার উঠবে। শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদবের মধ্যে একজনকে বেছে নিতে হবে।
দুটো টেস্টে খেললেও বল হাতে আহামরি পারফরম্যান্স নয় শার্দূলের। তাই তাঁকে না খেলানোর সম্ভাবনাই বেশি। এদিকে সিরিজের শুরু থেকেই কুলদীপের খেলা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই অপেক্ষা মিটতে পারে। বুমরা এবং কুলদীপ একসঙ্গে খেলতে পারলে, ভারতীয় দলের ওজন দ্বিগুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে একটা নয়, দলে দুটো এক্স ফ্যাক্টর থাকবে। ওল্ড ট্র্যাফোর্ডে যথেষ্ট হিমশিম খায় ব্রিটিশরা। ম্যাঞ্চেস্টারে সমস্যা আরও বাড়তে পারে। ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হবে না। একমাত্র ঋষভ পন্থের জায়গায় সুযোগ পাবেন ধ্রুব জুরেল। যাবতীয় নজর থাকবে বোলিং কম্বিনেশনের দিকে। আকাশ দীপ এবং কুলদীপের খেলার সম্ভাবনা প্রবল। শেষপর্যন্ত ওভালে বুমরা না খেললে, অর্শদীপের খেলার সম্ভাবনাও বাড়বে।
