আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন তিনি। এতদিনে সেই স্বপ্ন সফল হবে কমলেশ নাগারকোটির।
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কমলেশ নাগারকোটি ও শিবম মাভি নজর কেড়েছিলেন। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেই নাগারকোটিকে এবারের আইপিএল নিলামে ৩০ লক্ষের বিনিময়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গতির ঝড় তুলেছিলেন নাগারকোটি। কিন্তু আইএসএলের দুনিয়ায় চোট আঘাতে জর্জরিত থাকায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কমলেশ নাগারকোটি। আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন তিনি।
২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নাগারকোটি। সেই সময়ে ৩.২০ কোটি টাকার বিনিময়ে নাগারকোটিকে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের জন্য গোটা মরশুম খেলতে পারেননি তিনি। ২০২০ মরশুমে ফেরেন কমলেশ নাগারকোটি। দশটি ম্যাচ থেকে ৫টি উইকেট ঝুলিতে ভরেছিলেন এই স্পিডস্টার।
এখনও পর্যন্ত আইপিএলের ১২টি ম্যাচ থেকে কমলেশ নাগারকোটির নামের পাশে লেখা পাঁচটি উইকেট। ২০১৯ সালে যাঁর মূল্য ছিল ৩ কোটি ২০ লক্ষ টাকা, এই ২০২৪ সালে তাঁরই দাম হয়েছে ৩০ লক্ষ টাকা।
চোট আঘাতের সমস্যার জন্য আইপিএলে কমলেশ নাগারকোটি সেভাবে খেলতে না পারলেও তাঁকে এবার চেন্নাই সুপার কিংস নিয়েছে। নাগারকোটির স্বপ্ন সফল হয়েছে। তিনি বলেছেন, ''দীর্ঘদিনের প্রতীক্ষার ফল পেয়েছি এবার। আরও একবার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি সেখানেই পৌঁছেছি যেখানে পৌঁছতে চেয়েছিলাম। সিএসকে-তে যোগ দিতে মুখিয়ে রয়েছি। ধোনি স্যরের সঙ্গে খেলার স্বপ্ন সবাই দেখে। আমিও দেখি।''
