কৌশিক রায়
চলতি ইন্ডিয়ান সুপার লিগে। প্রথম জয় পেয়েছে মোহনবাগান। তার থেকেও খুশির খবর মাঠে নেমেছেন জেমি ম্যাকলারেন। ডুরান্ড কাপ ফাইনালে হারের পর এদিন ঘরের মাঠে সেই নর্থ ইস্টকে হারিয়েই খাতা খুলল মলিনার দল। মোহনবাগান জেতায় খুশি প্রকাশ করলেও গোল খাওয়া নিয়ে চিন্তিত শোনাল মলিনাকে।
বললেন, 'ডিফেন্স ভাল হচ্ছে। তবে আরও উন্নতি দরকার। নর্থ ইস্ট প্রথম দিকে প্রেসিং ফুটবল খেলছিল। সেটা সামলে গোল খেয়েও আমরা কামব্যাক করেছি।' পরের ম্যাচ অ্যাওয়ে, কান্তিরাভায়। নগুয়েরা, পেরেরা দিয়াজ, সুনীল ছেত্রীর ত্রিফলা আক্রমণ সামলাতে হবে বাগান ডিফেন্সকে। সেটা নিয়ে যে সতর্ক থাকবেন মলিনা তা তিনি এদিনই স্পষ্ট করে দিয়েছেন।
ম্যাকলারেন প্রসঙ্গে তিনি জানান, 'ও এখনও পুরো ফিট নয়। সিজনের প্রথম ১৫ মিনিট খেলল। বলা ভাল এটা ওর প্রি সিজন চলছে। তিন সপ্তাহ কোনও ট্রেনিং করতে পারেনি। আরও ফিট দেখতে পাব জেমিকে। আরও সময় দরকার।'
এদিন অনেক পরে ম্যাকলারেনকে নামিয়েছেন মলিনা। তবে আস্তে আস্তে যে গেম টাইম বাড়বে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের তা বোঝাই গেল। অন্যদিকে, স্পষ্ট বার্তায় প্রশংসা করলেন দীপেন্দুর। জানালেন, 'দীপেন্দুর খেলায় আমি খুশি। দারুণ গোলটা করেছে। বর্তমানে ভারতীয় ফুটবলে অন্যতম সেন্টার ব্যাক। আমি নিশ্চিত ও খুব তাড়াতাড়ি ভারতীয় দলে ডাক পাবে।'
সামনে একাধিক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে মোহনবাগানকে। কোচ সাফ জানিয়েছেন, দলের গোটা স্কোয়াডকে তিনি তৈরি রাখছেন। যখন যেরকম পরিকল্পনা হবে সেরকম ভাবেই তৈরি থাকতে হবে সবাইকে।
