কৌশিক রায়: প্রথমার্ধে দু' গোল দিয়েও হারতে হয়েছে। ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্টের কাছে হেরে মরসুমের প্রথম ট্রফি এল না মোহনবাগানের কাছে। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের খেলা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। সাহাল ভাল খেলা সত্বেও কেন তুলে নেওয়া হল? প্রশ্ন উঠেছে ডিফেন্স নিয়েও। তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে এদিন গোটা দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন বাগান কোচ হোসে মলিনা।
সাফ জানালেন, 'দ্বিতীয়ার্ধে নর্থ ইস্টের ফুটবলাররা গতি বাড়িয়ে আক্রমণ করেছে যার কোনও জবাব ছিল না আমাদের কাছে। কোনও একজন ফুটবলার নেই, গোটা দলের খেলাতেই আমি খুশি নই। আইএসএল শুরুর আগে সব কিছুতে উন্নতির দরকার।' পাঞ্জাব ম্যাচ থেকেই কার্যত বিশাল কাইথের দস্তানায় ভর করে ফাইনালে উঠেছিল সবুজ মেরুন। এদিন আর তিনিও বাঁচাতে পারলেন না।
তবে ম্যাচ পেনাল্টিতে যাওয়া নিয়েও প্রশ্ন তুললেন কোচ। তাঁর বক্তব্য, 'গোটা টিমের উচিত ছিল দ্বিতীয়ার্ধে ডিফেন্স করা। আমরা চাপ নিতে পারলাম না। বিরতিতে আমাদের ভাবনা ছিল প্রথমার্ধে যে খেলা খেলেছি সেটাই খেলব।' প্রথমার্ধের ইনজুরি টাইমে সাহাল গোল করেছিলেন। কিন্তু বিরতিতে তাঁকে বসিয়ে দিমিত্রিকে নামান মলিনা।
জানান, 'আমি জানতাম দ্বিতীয়ার্ধে নর্থ ইস্ট আক্রমণাত্মক ফুটবল খেলবে। চেয়েছিলাম, ওদের বক্সে আরও বেশি করে বল রাখতে। সেই কারণেই দিমিকে নামানো।' তবে সামনে এখনও গোটা মরসুম রয়েছে। ১৩ সেপ্টেম্বর আইএসএল শুরু। এএফসি রয়েছে। দলকে আরও ধারাবাহিক হতে হবে সেই বার্তাই দিলেন বাগানের স্প্যানিশ কোচ।
ছবি: অভিষেক চক্রবর্তী
