আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিবিরের জন্য সুখবর। হার্দিক পাণ্ডিয়া কবে মাঠে ফিরবে জানানোর পর মহম্মদ সামির ফিটনেস নিয়েও আপডেট দিলেন জয় শাহ। সাদা বলের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় পেসারকে। গোড়ালির চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেরার কথা। তাঁকে দলে রাখা হলেও ফিটনেসের ওপর নির্ভর করবে খেলা। এদিন বোর্ড সচিব জানালেন, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে পাওয়া যাবে সামিকে। তার আগেই সুস্থ হয়ে যাবেন তিনি। জয় শাহ বলেন, "দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে সামি ফিট হয়ে যাবে। ও এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যায়নি। কয়েকদিনের মধ্যেই চলে যাবে। সময়ের আগেই সুস্থ হয়ে যাবে সামি।" তাঁর চোট গুরুতর নয় বলেই ভাবা হচ্ছে। তবে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড কর্তারা। মুম্বইয়ে ডাক্তার দেখানোর পর বেঙ্গালুরুতে রিহ্যাব করবেন সামি। ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট। হাতে এখনও দু"সপ্তাহ রয়েছে। তাঁর খেলার বিষয়ে সকলেই আশাবাদী। বিশ্বকাপে গোড়ালিতে চোট পান সামি। সেই নিয়েই খেলা চালিয়ে যান। ২৪ উইকেট নিয়ে রেকর্ডও করেন বাংলার পেসার।
