আজকাল ওয়েবডেস্ক:‌ সুস্থ রয়েছেন জসপ্রীত বুমরা। ব্রিসবেনের নেটে ফুল রানআপে বল করেছেন। আর এতেই স্বস্তি ফিরল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।


এডিলেড টেস্টে হালকা চোট পেয়েছিলেন বুমরা। আশঙ্কা করা হয়েছিল ক্রাম্প হয়েছে ভারতীয় স্পিডস্টারের। টেস্ট শেষের পর এডিলেডেই অনুশীলন চালাচ্ছিল ভারতীয় দল। কিন্তু গত মঙ্গলবার দেখা যায়, নেটে নেই বুমরা। তিনি মাঠের পাশে ফিজিওর তত্ত্বাবধানে ছিলেন। এরপরই জল্পনা ছড়ায়, বুমরার চোট গুরুতর। যদিও দলের বোলিং কোচ মরনি মরকেল জানিয়েছিলেন, বুমরাকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তিনি সুস্থ রয়েছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই বুমরাকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে।


ব্রিসবেনে পৌঁছে বৃহস্পতিবার অনুশীলনে নামল ভারতীয় দল। শনিবার থেকে গাব্বায় শুরু তৃতীয় টেস্ট। নেটে ফুল রানআপে বল করতে দেখা যায় বুমরাকে। নেটে প্রথমে কয়েকটি লেগ ব্রেক বল করেন বুমরা। ছিলেন অশ্বিনও। এরপরই ফুল রানআপে বল করতে দেখা যায় বুমরাকে। নেটে লোকেশ রাহুল, যশস্বী জয়সোয়ালদের বিরুদ্ধে বলও করেন বুমরা। দুই ব্যাটারও বুমরাকে সামলাতে বেশ বেগ পেয়েছেন বলে খবর।


বর্ডার–গাভাসকার ট্রফিতে বল হাতে চমৎকার ছন্দে আছেন বুমরা। পারথ টেস্টে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। বল হাতে আট উইকেট নেন। ২৯৫ রানে সেই টেস্ট জেতে ভারত। এডিলেডে পিঙ্ক বল টেস্টে দল হারলেও বুমরা নিয়েছেন চার উইকেট। এখনও অবধি সিরিজে বুমরার সংগ্রহ ১২ উইকেট। চলতি বর্ডার–গাভাসকার ট্রফিতে বুমরাই এখন সর্বোচ্চ উইকেটশিকারী। আর ২০২৪ সালে টেস্টে নিয়ে ফেলেছেন ৫৩ উইকেট।