আজকাল ওয়েবডেস্ক: ৫৮ বছরে প্রথমবার এজবাস্টনে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। ৩৩৬ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ করেছে টিম ইন্ডিয়া। এই প্রেক্ষিতে লর্ডস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আইকনিক স্টেডিয়ামের পিচ নিয়ে চর্চা চলছে। প্রথম দুই ম্যাচের মতো পাটা উইকেট হবে না। সবুজ ঘাসে মোড়া পিচ। স্বভাবতই সাহায্য পাবে পেসাররা। আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। চার বছর পর ফিরছেন জোফ্রা আর্চার। যাবতীয় আগ্রহ ছিল ভারতের একাদশ নিয়ে। এজবাস্টনে ছিলেন না যশপ্রীত বুমরা। তবে তাঁর অভাব বুঝতে দেননি আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। লর্ডসে ফিরলেন বুমরা। থাকছেন সিরাজ এবং আকাশ দীপ। প্রত্যাশা মতো প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে দলে ফিরলেন বুমরা।
প্রথম দুই টেস্টে ভুরি ভুরি রান করেছে টিম ইন্ডিয়া। যার ফলে পাটা পিচ ভুলে এবার ঘাসের পিচে ফিরছে ইংল্যান্ড। লর্ডসে পেস সহায়ক উইকেট। তাই বুমরা এবং আর্চারের সংযোজন দুই পক্ষের শক্তি বাড়াবে। ব্যাটিং নিয়ে চিন্তার কারণ নেই ভারতের। শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল, ঋষভ পন্থ, কেএল রাহুল ফর্মে আছে। শুধু চিন্তা করুণ নায়ারের ফর্ম নিয়ে। লাফিয়ে উঠা বল সামলাতে কিছুটা অস্বস্তিতে পড়ছেন নায়ার। শুরুতে যশস্বী, রাহুলের জুটির দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। ভারতীয় দলে একটাই পরিবর্তনের সম্ভাবনা। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় ফিরবেন বুমরা।
ভারতীয় দল: যশস্বী জয়েসওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
