আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে খেলবেন জসপ্রীত বুমরা?‌ কোনও নিশ্চয়তা নেই। ওভাল টেস্টে তিনি খেলছেন না। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বুমরাকে ছেড়ে দিয়েছে। তিনি দলের সঙ্গে নেই।


ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বুমরার পরবর্তী আন্তর্জাতিক সিরিজ নিয়ে। এরপর রয়েছে এশিয়া কাপ। শুক্রবারই বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‌বুমরাকে দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে শুক্রবার।’‌ 


ইংল্যান্ডে তিন টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন বুমরা। তার মধ্যে ইনিংসে পাঁচ উইকেট দু’‌বার। বল করেছেন ১১৯.‌৪ ওভার। তবে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে বুমরা এক ইনিংসে ১০০–র বেশি রান দিয়েছিলেন। যা তাঁর কেরিয়ারে প্রথম। 


এখন প্রশ্ন বুমরা এশিয়া কাপ খেলবেন কিনা। কারণ এরপর এশিয়া কাপই হতে চলেছে ভারতের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। যা হবে দুবাই ও আবুধাবিতে। তবে এশিয়া কাপের পরপরই রয়েছে ওয়েস্ট বিরুদ্ধের বিরুদ্ধে টেস্ট। এশিয়া কাপের ফাইনাল ২৯ সেপ্টেম্বর। আর আমেদাবাদে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ২ অক্টোবর থেকে শুরু হবে। আর দ্বিতীয় টেস্ট দিল্লিতে ১০ অক্টোবর শুরু হবে।


এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুটি টেস্ট খেলবে ভারত। বোর্ড সূত্রে বলা হয়েছে, ‘‌সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন। তবে বুমরা টেস্ট খেলতে ভালবাসে। যেহেতু এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আর টি২০–র ক্ষেত্রে বলা যায়, আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুমরা খেলবে। কারণ তারপরেই রয়েছে টি২০ বিশ্বকাপ।’‌ ওই সূত্রে আরও বলা হয়েছে, ‘‌ধরুন বুমরা এশিয়া কাপ খেলল। ভারত ফাইনালে উঠলে খেলা ২৯ সেপ্টেম্বর। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদ টেস্ট খেলবে না বুমরা। তাই এই সিদ্ধান্তটা নিতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাকে খেলানো হবে নাকি এশিয়া কাপ। কারণ ওয়েস্ট ইন্ডিজের পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট রয়েছে। সিদ্ধান্তটা অজিত আগরকার ও গৌতম গম্ভীরকে নিতে হবে।’‌


এদিকে, জমে গেছে ওভাল টেস্ট। ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড শেষ হয়ে গেল ২৪৭ রানে। এগিয়ে থাকা মাত্র ২৩ রানে। যদিও চোটের জন্য ক্রিস ওকস ব্যাট করতে পারেননি।


এটা ঘটনা, ওভাল টেস্টে কামব্যাক করল ভারত। প্রথম ইনিংস ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড শুরু করেছিল। ওভারে ছয়ের উপর রান তুলছিল। 
ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ৯২ রানের মাথায়। যখন আউট হন বেন ডাকেট। তিনি ৩৮ বলে ৪৩ করে যান। তাঁকে ফেরান আকাশদীপ। তবে জ্যাক ক্রলি অর্ধশতরান করেছেন। ৫৭ বলে ৬৪ করে তিনি প্রসিধ কৃষ্ণার শিকার। ১২৯/‌২ থাকা দল বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি তুলেছিল আট উইকেটে ২৪২। ইংরেজরা সাকুল্যে এগিয়ে ছিল ১৮ রানে। বৃষ্টির পর খেলা শুরু হতেই মহম্মদ সিরাজ বোল্ড করে দেন হ্যারি ব্রুককে (‌৫৩)‌। 


এটা ঘটনা জ্যাক ক্রলি ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে ব্রিটিশদের। অধিনায়ক অলি পোপ (‌২২)‌, জো রুট (‌২৯)‌ সেট হয়েও রান পাননি। তবে হ্যারি ব্রুক ৫৩ করে যান। ভারতের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশদীপের সংগ্রহে একটি।


জবাবে ভারতের সংগ্রহ দিনের শেষে ২ উইকেটে ৭৫। টিম ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে ৫২ রানে। অর্ধশতরান করেছেন যশস্বী।