আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে যেতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন কোচ জেসন গিলেসপি। তাঁর টাকা বকেয়া রয়েছে বলে দাবি প্রাক্তন অজি তারকার। ২০২৪ সালে দু’বছরের জন্য পাকিস্তানের টেস্ট কোচ হয়েছিলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন জোরে বোলার। তবে মাঝপথেই তিনি দায়িত্ব ছেড়ে দেন। বেতন বাবদ পাওনা টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু পিসিবি বকেয়া মেটাতে অস্বীকার করায় আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গিলেসপি।
গিলেসপি সম্প্রতি দাবি করেছেন, পিসিবির থেকে বেতন বাবদ টাকা পাওনা রয়েছে তাঁর। যদিও তিনি আশাপ্রকাশ করেছিলেন যে এই সমস্যার সমাধান হবে। পিসিবি বকেয়া টাকা মিটিয়ে দেবে। কিন্তু এখনও তা দেয়নি। উল্টে পিসিবি বিবৃতি দিয়ে জানায়, ‘গিলেসপি চুক্তি অনুযায়ী চার মাসের নোটিস না দিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন। যা এক তরফা চুক্তি ভঙ্গ। চুক্তিতে স্পষ্ট বলা ছিল, দু’পক্ষকেই চার মাসের নোটিস দিতে হবে দায়িত্ব ছাড়ার বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। কোচও বিষয়টি জানতেন।’ নোটিস না দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ায় গিলেসপির কোনও বকেয়া নেই বলে দাবি করা হয় পিসিবির পক্ষ থেকে। পাকিস্তানের ক্রিকেট কর্তাদের এই বার্তা পাওয়ার পরেই আইনি রাস্তায় হাঁটার কথা ভেবেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছেও অভিযোগ জানাবে বলে জানিয়েছেন গিলেসপি। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে গিলেসপি জানিয়েছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজের বেতন এখনও পাইনি। এমনকী দুই সিরিজ জয়ের জন্য বোনাসও দেয়নি পিসিবি। প্রাপ্য টাকা না দেওয়া হলে আইনি সাহায্য নেব।’
পাশাপাশি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিলে দায়িত্ব নিয়েছিলেন গিলেসপি। আর ডিসেম্বরে ছেড়ে দেন দায়িত্ব।
