আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আইএসএলে মহমেডান স্পোর্টিং। শনিবার লিগের পক্ষ থেকে তাঁদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হল। চলতি আইএসএল থেকে কলকাতার তৃতীয় প্রধান অংশ নেবে। যার ফলে এবারের আইএসএলে দলের সংখ্যা দাঁড়াবে ১৩। আই লিগ জিতে আইএসএলের ছাড়পত্র সংগ্রহ করে মহমেডান। গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪ ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচ জিতে আই লিগ চ্যাম্পিয়ন হয় সাদা কালো ব্রিগেড। তারপরই তাঁদের দেশের একনম্বর লিগে খেলা নিশ্চিত হয়ে যায়। কিন্তু লাইসেন্সিং ক্রাইটেরিয়া পূর্ণ করতে হত। অবশেষে সেই ছাড়পত্রও পেয়ে যায় ক্লাব। গত চার বছর ধরে খেলছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এবার তৃতীয় দল হিসেবে খেলবে মহমেডান। বাংলার ফুটবলপ্রেমীদের জন্য যা অত্যন্ত খুশির খবর।
কয়েকদিন আগেই স্পনসর সমস্যা মিটে যায়। ইনভেস্টর পায় কলকাতার তৃতীয় প্রধান। মহমেডানের নতুন ইনভেস্টর হয় শ্রাচী গ্রুপ। বাঙ্কারহিলের সঙ্গে যুক্ত হয় এই গ্রুপ। সৌরভ গাঙ্গুলির সহযোগিতায় এগিয়ে আসে এই সংস্থা। মহমেডানের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। আইএসএলে খেলার ছাড়পত্র পাওয়ার পরই সৌরভ গাঙ্গুলির দ্বারস্থ হন মহমেডান কর্তারা। প্রথমে একটি জার্মান সংস্থার সঙ্গে কথা চালান মহারাজ। কিন্তু শেষপর্যন্ত সেটা কার্যকরী হয়নি। তারপর সৌরভের অনুরোধেই মহমেডানকে সাহায্যের হাত বাড়ায় শ্রাচী। প্রথম আইএসএলেই ভাল দল গড়ার বিষয়ে আশাবাদী মহমেডান।
