আজকাল ওয়েবডেস্ক: বড় বিতর্কে জড়ালেন ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ।  গাব্বায় দ্বিতীয় দিন বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তিনি ফেরালেন মাঙ্কিগেট কেলেঙ্কারি। 

এদিন ভারতীয় বোলারদের মধ্যে বুমরা একাই নেন পাঁচটি উইকেট। একটা সময়ে মনে হচ্ছিল বুমরা বনাম অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে। সেই বুমরাও অস্ট্রেলিয়াকে চারশোর কমে বেঁধে রাখতে পারেননি।  

ব্রিসেবেনের পিচে বুমরার দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে য়খন মাতোয়ারা ধারাভাষ্যকার থেকে দর্শকরা, ঠিক তখনই ঈশা গুহ এমন মন্তব্য করে বসেন। 

দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে ফিরিয়ে দিয়ে আগুন জ্বালাতে শুরু করে দেন ভারতের তারকা বোলার। সেই সময়ে ব্রেট লি বলছিলেন, ''বুমরা আজকে পাঁচ ওভার বল করে দুটি উইকেট নিয়েছে। ওই তো সুরটা বেঁধে দিল। প্রাক্তন অধিনায়কের কাছ থেকে এমন পারফরম্যান্সই তো চায় সবাই।'' 

ব্রেট লি-র এমন প্রশংসার পরে ঈশা গুহ বলেন, ''ও এমভিপি, তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, যশপ্রীত বুমরা।'' 

ঈশা গুহর এমন মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় তাঁর তীব্র সমালোচনা শুরু হয়। কেউ বললেন, ঈশার এহেন মন্তব্যে ফিরে এল ২০০৮ সালের মাঙ্কিগেট কেলেঙ্কারির স্মৃতি। অ্যান্ড্রু সাইমন্ডস ও হরভজন সিংয়ের মধ্যে লেগে গিয়েছিল। ভাজ্জির বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল। বুমরাকে 'প্রাইমেট' বলে বড় বিতর্কের জন্ম দিলেন ঈশা।