আজকাল ওয়েবডেস্ক: বুমরাকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ঈশা গুহ। ২০০৮ সালের মাঙ্কিগেট কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়েছিলেন ক্রিকেট ভক্তদের। সেই ঈশা গুহ তৃতীয় দিন ধারাভাষ্য দেওয়ার সময়ে ক্ষমা চেয়ে নিলেন।
দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে ফিরিয়ে দিয়ে আগুন জ্বালাতে শুরু করে দেন ভারতের তারকা বোলার। সেই সময়ে ব্রেট লি বলছিলেন, ''বুমরা আজকে পাঁচ ওভার বল করে দুটি উইকেট নিয়েছে। ওই তো সুরটা বেঁধে দিল। প্রাক্তন অধিনায়কের কাছ থেকে এমন পারফরম্যান্সই তো চায় সবাই।''
ব্রেট লি-র এমন প্রশংসার পরে ঈশা গুহ বলেন, ''ও এমভিপি, তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, বুমরা।''
এই প্রসঙ্গের উত্থাপ্পন করে ঈশা এদিন বলেন, ''গতকাল ধারাভাষ্য দেওয়ার সময়ে একটা শব্দ ব্যবহার করেছিলাম, যা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। এর জন্য যদি কোনও সমস্যা তৈরি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অন্যদের সহানুভূতি এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমি সত্যিই উচ্চ মান নির্ধারণ করে থাকি।''
ঈশা আরও জানান, তিনি বুমরার প্রতি শ্রদ্ধাই দেখিয়েছেন। ব্যক্তিগত ভাবেও তিনি ভারতের তারকা বোলারকে খুবই শ্রদ্ধা করেন। ঈশা বলেন, ''আমার ধারাভাষ্যটা যদি ভাল করে শোনা যায়, তাহলে বুঝতে পারবেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটারকেই আমি প্রশংসা করেছি।''
দেশের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটারের প্রশংসা করে তাঁকে সাহসী মহিলা বলে মন্তব্য করেছেন।
