আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পাঞ্জাব কিংস দারুণ ছন্দে। ঋষভ পন্থের দলকে ১৭১ রানে আটকে রাখে পাঞ্জাব। পরে রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে জয় ছিনিয়ে নেয় শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। 

পাঞ্জাবের নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। কিন্তু এই বাঁ হাতি তারকা ম্যাচ শুরুর আগেও জানতেন না তিনি খেলবেন। এমনকী ব্যাটিং ও ফিল্ডিংয়ের কিট পর্যন্ত আনেননি। লখনউয়ের ১৯-তম ওভারে ওয়াধেরাকে জানানো হয় ইমপ্যাক্ট সাব হিসেবে তাঁকে খেলতে হবে। 

খেলার শেষে ওয়াধেরা কৃতজ্ঞতা জানান পাঞ্জাব কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। 

তিনি নিজেও যে টেনশনে ছিলেন এমন নয়। নেহাল ওয়াধেরা বলেন, ''আমি স্নায়ুর চাপ অনুভব করিনি। জানতামই না যে আমি খেলব। সেই কারণে একটা মাত্র কিট সঙ্গে এনেছিলাম। পরে আমি জানতে পারি আমাকে নামতে হবে।'' 

পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের প্রশংসা করে ওয়াধেরাকে বলতে শোনা গিয়েছে, ''আমি যতজন কোচের সঙ্গে কাজ করেছি, রিকি পন্টিং তাঁদের মধ্যে সেরা। রিকি পন্টিংয়ের কাছ থেকে কখনও নেতিবাচক কিছু শুনিনি। সব সময়ে ইতিবাচক কথা বলেন পন্টিং। একজন কোচ যখন এই ধরনের মন্তব্য করেন, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়।''