আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের ভক্তদের জন্য সুখবর। ফের ক্যাপ্টেনের আর্মব্যান্ড উঠবে মহেন্দ্র সিং ধোনির হাতে। হারতে হারতে ক্রমশ পিছিয়ে পড়া চেন্নাই সুপার কিংস কি পুনরুজ্জীবিত হয়ে উঠবে ধোনির ছোঁয়ায়?
শুক্রবার থেকেই ধোনি সিএসকে শিবিরকে নেতৃত্ব দেবেন। অপ্রত্যাশিত ভাবেই রুতুরাজ গায়কোয়াড়ের চলতি মরশুম শেষ হয়ে গেল। এই মরশুমে আর খেলতেই পারবেন না তিনি। তাঁর কনুইয়ে চিড় ধরেছে বলেই খবর।
চিপকে শুক্রবার সিএসকে বনাম কেকেআর ম্যাচ। এই ধুন্ধুমার লড়াইয়ের আগেই চেন্নাই সুপার কিংসে ভাল খবর আবার মন্দ খবরের ঘনঘটা। রুতুরাজের মতো ব্যাটার ছিটকে যাওয়ার অর্থ চেন্নাইয়ের ব্যাটিং বিভাগে রক্তাল্পতা। অন্যদিকে কম্পিউটারের চেয়েও তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী ধোনির ক্যাপ্টেন হিসেবে প্রত্যাবর্তন মানেই টুর্নামেন্টে মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সিএসকে। কেকেআরের কাজটা আরও কঠিন হয়ে গেল চিপকে, একথা বলাই বাহুল্য।
চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। চলতি আইপিএলে চেন্নাইকে ফিকে দেখাচ্ছে। পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে কেবল জিতেছে সিএসকে শিবির। লিগ তালিকায় ৯ নম্বরে হলুদ জার্সিধারীরা।
কীভাবে চোট পেলেন রুতুরাজ? রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তুষার দেশপাণ্ডের বল আছড়ে পড়েছিল রুতুরাজের কনুইয়ে। তার পরেও দুটো ম্যাচ খেলেছেন তিনি।
কিন্তু স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে রুতুরাজ গায়কোয়ারের কনুইয়ে চিড় ধরেছে। রুতুরাজ সরে যাওয়ার ফলে নেতৃত্বের ভার এসে পড়ে ধোনির উপরই। চেন্নাইয়ের খারাপ সময়ে ধোনির হাতে নেতৃত্ব ফেরায় ভক্তরা মনে করছেন, এবার ঘুরে দাঁড়ানোর পালা সিএসকের। শুক্রবারের সিএসকে বনাম কেকেআর ম্যাচের গুরুত্ব বেড়ে গেল একঝটকায়। ধোনির নেতৃত্ব এই ম্যাচের সেনসেক্স বাড়িয়ে দিল বহুগুণে।
