আজকাল ওয়েবডেস্ক: আঠেরো বছরে পা আইপিএলের। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৮ নম্বর জার্সিধারী বিরাট কোহলির দলের হাতেই উঠবে এবারের আইপিএল খেতাব। প্রতিবার আইপিএল শুরু হয়, সমর্থকরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গলা ফাটান। কিন্তু দিনান্তে দেখা যায় আরসিবি পথ হারিয়েছে। 

প্রীতি জিন্টার দল কিংস পাঞ্জাবেরও একই অবস্থা। একবারও  ট্রফি জিততে পারেনি তারা। কিংস পাঞ্জাবের পেসার অর্শদীপ সিং এবার জানালেন, তাঁদের দলের লক্ষ্য এখন একটাই। আর তা হল খেতাব জিতে চণ্ডীগড়ের রাস্তায় ছাদ খোলা বাসে ঘুরে বেড়ানো। 

কিংস পাঞ্জাবের দল এবার দারুণ শক্তিশালী। অর্শদীপের শুরুও এই ফ্র্যাঞ্চাইজিতে। জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এই বাঁ হাতি পেসার বলেছেন, জীবন বদলে যায়নি। তিনি নিজের মানসিক দৃঢ়তা বাড়ানোর চেষ্টা করছেন। 

অর্শদীপ আরও মনে করেন, কিংসরা এবার পাঞ্জাবের সমর্থকদের আনন্দের খবর দেবে। অর্শদীপকে বলতে শোনা গিয়েছে, ''জীবন বদলায়নি। একই রকম আছে তা। সবাই বলে, পরিবর্তনটাই ধ্রুবক। স্থিতিশীলতা বজায় রেখে, জীবনের উত্থান-পতনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই চাবিকাঠি এই পর্যায়ের খেলায়। এবারের মরশুম নিয়ে আমি উত্তেজিত। মানসিক দৃঢ়তা বাড়ানোর দিকেই আমার ফোকাস এবং বর্তমান মুহূর্তটা উপভোগ করাই আমার লক্ষ্য।''