আজকাল ওয়েবডেস্ক: ক্লাব ওয়ার্ল্ড কাপে মহারণ। ইন্টার মায়ামির সামনে পিএসজি। একদিকে লিও মেসি, লুইস সুয়ারেজ, সের্জিও বুস্কেটস। অন্যদিকে টাচলাইনের ধারে দাঁড়াবেন লুইস এনরিকে। যিনি হাতের তালুর মতো চেনেন মেসি-সুয়ারেজদের। সেই কারণে ম্যাচের বল গড়ানোর আগে সতর্ক করে দিচ্ছেন তাঁর দলের খেলোয়াড়দের। 

এবারের চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। ধারে ও ভারে ইন্টার মায়ামি অনেক কম শক্তির। কিন্তু সেই দলে যে রয়েছেন মেসি। যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। যাঁর একটা ফ্রিকিক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। 

পিএসজি কোচ খুব ভাল করেই জানেন মেসি-ম্যাজিক কী বস্তু। সেই কারণে তিনি বলছেন, ''আমি ইন্টার মায়ামির তিনটি ম্যাচই দেখেছি। আগের কিছু ম্যাচও। ওদের সেই মান রয়েছে। আমরা যদি শুরু থেকে ওদের উপরে চাপ দিতে না পারি, তাহলে ওদেরকে রোখা কঠিন হবে।''

এনরিকের সংযোজন, ''আমরা বল কেড়ে নিতে না পারলে, আমাদের অবস্থা ভাল হবে না। বুস্কেটস আগের মতোই আছে। লিও বল পায়ে অনন্য। সুয়ারেজের শেষ গোলটি দেখেছেন। জর্ডি আলবা উঠে আসছে। ও আগের মতোই আছে।''

ডাগ আউটে দাঁড়ানো কোচ ম্যাসচেরানোর কথা আলাদা করে বলেন এনরিকে। তাঁকেও তো কোচিং করিয়েছেন এনরিকে। গুরু-শিষ্যের লড়াই আজ উপভোগ্য হবে।