আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত জয় হাতছাড়া হল ইন্টার মায়ামির। এদিন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়ে ড্র করল লিও মেসির ক্লাব।
খেলা শেষের পরে দেখা যায় মেসি চটে রয়েছেন। জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।
জার্সি খুলে মেসিকে মাঠ ছাড়তে দেখা যায়। এদিনই ৩৮ বছরে পা দিয়েছেন লিও মেসি। জন্মদিনেই আর্জেন্টাইন কিংবদন্তির ক্লাব নক আউটে পৌঁছে গেল।
নক আউটে মেসির মায়ামির বিরুদ্ধে পিএসজি। ইন্টার মায়ামির সতীর্থরা চাইছেন প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে এই ক্ষুব্ধ মেসিকেই যেন পাওয়া যায়।
বার্সায় মেসির প্রাক্তন সতীর্থ জর্ডি আলবা এখন ইন্টার মায়ামির খেলোয়াড়। তিনি বলছেন, ''দিনের শেষে ম্যাচ জিততে চায় মেসি। সেটা যে কোনও গ্রেট প্লেয়ারই জিততে চাইবে। বার্সার প্রতি ওর অনুভূতি আমার জানা। আমরা বার্সায় একসঙ্গে খেলতাম। কিন্তু পিএসজি-র প্রতি মেসির অনুভূতি ভাল নয়। পিএসজি-তে ২ বছর ছিল মেসি। ও জানে কী হয়েছিল। যেটা মনে হচ্ছে দারুণ এক লড়াই হবে। আশা রাখি আমরাই দিনের শেষে ম্যাচ জিতব। যদিও জানি এই সব দলের সঙ্গে খেলা খুবই কঠিন।''
