আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপব শুরু হবে পরের বছর জুন থেকে। ভারতের ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার পরবর্তী গ্রীষ্মের সময়সূচী প্রকাশ করার সময় সিরিজের সূচি ঘোষণা করে।
লিডসের হেডিংলি ২০ জুন থেকে প্রথম টেস্টের আয়োজন করবে। সিরিজের উদ্বোধনী ম্যাচটি চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই শুরু হবে। সিরিজের বাকি চারটি টেস্ট খেলা হবে এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড এবং ওভালে। ২০২১ সালের পর এই প্রথম ভারত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড সফরে যাবে।
২০২১ সালের সিরিজের বাকি একটি টেস্ট ২০২২ সালে জসপ্রীত বুমরার নেতৃত্বে খেলা হয়। সেই টেস্টে ইংল্যান্ড জিতে সিরিজ ড্র হয় দুই দলের। টেস্ট চলাকালীন ইংল্যান্ড সফর রয়েছে ভারতের মহিলা দলেরও। পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবেন হরমনপ্রীতরা।
