আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশকে দুরমুশ করে এবার ভারতের পরবর্তী লক্ষ্য নিউজিল্যান্ড। বুধবার থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। তার আগে লাল বলের ক্রিকেটের সৌন্দর্যের কথা তুলে ধরলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। সেখানে টেস্ট ক্রিকেটকেই সেরার অ্যাখ্যা দেন ভারতের তারকা স্পিনার। ভিডিওতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে টিম ইন্ডিয়ার ট্রেনিং সেশনের কিছু ঝলক দেখা যায়। সেই ভিডিওতেই অশ্বিন জানান, টেস্ট ক্রিকেটে প্রতিনিয়ত প্লেয়ারদের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। একইসঙ্গে, নিত্য নতুন স্ট্র্যাটেজি সাজাতে হয়। অশ্বিন বলেন, 'টেস্ট ক্রিকেটের মূল বিষয়টাই হল মানিয়ে নেওয়া। পঞ্চম দিনের খেলা প্রথম দিনের মতো শুরু করা যায় না। প্রত্যেক দিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। সেই কারণেই টেস্ট ক্রিকেটকে সেরা মানা হয়।' 

বাংলাদেশের বিরুদ্ধে ২-০ সিরিজ জয়ে সিরিজ সেরা হন অশ্বিন। ৫২৭ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আবার বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবেন। বাংলাদেশ সিরিজে ব্যাটে-বলে সফল হন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তারকা স্পিনার। শেষবার ২০২১-২২ মরশুমে ভারতে খেলতে এসেছিল ব্ল্যাক ক্যাপসরা। ১-০ তে সিরিজ জেতে ভারত। ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড করেন আজাজ প্যাটেল। জিম লেকার এবং অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে রয়েছে ভারত। ২০২১ সালের জয়ীরা রয়েছে ষষ্ঠ স্থানে। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে নিয়ে চাইবে ভারত।