আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের আকাশ যদি মেঘলা হয়, কুছ পরোয়া নেই। রোহিত শর্মার হাতে রয়েছেন এমন সব বোলার, যাঁরা তার সুবিধা নিতে পারেন। 

যদি শিশির থাকে, তাহলেও সমস্যা নেই। বাতাসে বল যদি হেলতে থাকে, তাহলেও রোহিতের কোনও চিন্তাই নেই। যে কোনও পরিস্থিতিতে ফেলে দাও, রোহিতের দল তৈরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেরদিন রীতিমতো আত্মবিশ্বাসী শোনায় ভারত অধিনায়ককে। 

দুবাইয়ের আবহাওয়া, দুবাইয়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দারুণ পরিচিত ভারতের ক্রিকেটাররা। ২০২১ সালের অক্টোবর থেকে এখানেই যে হয়েছে ন'টি টি-টোয়েন্টি হয়েছে। ২০১৮ সালের পর থেকে দুবাইয়ে অবশ্য ভারত কোনও ওয়ানডে ম্যাচ খেলেনি। কিন্তু রোহিতের ভারত তো অন্য ধাতুতে গড়া। যতই টেস্টে ভারতের বিপর্যয় নিয়ে সংবাদ মাধ্যমে কালি খরচ হোক, যতই নিন্দুকরা ধেয়ে আসুক, হিটম্যানের মতে তাঁর দল যে কোনও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে লড়তে তৈরি। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''যদি দুবাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমাদের অস্ত্রাগারে রয়েছে ভাল বোলার। যদি বোলারদের সাহায্য করার মতো পরিবেশ থাকে, তাহলেও আমাদের দলে রয়েছে সেই ধরনের বোলার, যারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে পারবে।''

যদি ভারত ও বাংলাদেশের মধ্যে তূল্য মূল্য বিচার করা যায়, তাহলে ভারতই ধারে ও ভারে অনেক এগিয়ে। বহু দিক থেকে দক্ষ খেলোয়াড়ের সংখ্যা বেশি এই ভারতীয় দলে। রোহিত আলাদা করে উল্লেখ করেছেন অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার কথা। চোটের জন্য বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না ভারত। ফলে রোহিতকে এঁদের উপরই নির্ভর করে থাকতে হবে। রোহিত বলছেন,   ''এই তিন জন, জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটন আমাদের খেলাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের টিম কম্বিনেশন, আমাদের স্কোয়াডে রয়েছে গভীরতা। আমরা এমন খেলোয়াড়দের নিতে চেয়েছি, যাদের দুধরনের দক্ষতা রয়েছে।'' 

চাপ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছেন রোহিত। বলা ভাল, দারুণ এক সন্ধিক্ষণে তাঁর ক্যাপ্টেন্সি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে ফিরলে রোহিতের হাতেই হয়তো থেকে যাবে নেতৃত্বের ব্যাটন। আর অন্যরকম কিছু হলে অনেক কিছুর জন্য তৈরি থাকতে পারে দেশের ক্রিকেটমহল।