আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কাপ নিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তিনটি শহরে ট্যুর করতে চেয়েছিল পিসিবি। কিন্তু সেই পরিকল্পনাতে কার্যত জল ঢেলে দিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে ইতিমধ্যেই পিসিবিকে এই ট্যুর আয়োজনে  নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিসিবি বৃহস্পতিবার জানায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর ১৬ নভেম্বর শুরু হবে।

 

 

 

এই ট্যুরটি স্কার্দু, হুনজা ও মুজাফফরাবাদসহ পিওকে অঞ্চলের শহরগুলোতে যাবে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়, 'আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ট্রফি ট্যুর ১৬ নভেম্বর ইসলামাবাদে শুরু হবে। এটি স্কার্দু, মুর্রি, হুনজা এবং মুজাফফরাবাদসহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের গন্তব্য পরিদর্শন করবে। ১৬-২৪ নভেম্বরের মধ্যে সেই ট্রফিটি দেখার সুযোগ মিলবে যা সরফরাজ আহমেদ ২০১৭ সালে ওভালে জিতেছিলেন ভারতকে হারিয়ে।'

 

 

 

জানা গিয়েছে, এই ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। তারপরেই আইসিসি পিসিবিকে পিওকে অঞ্চলে ট্রফি ট্যুর আয়োজনে নিষেধাজ্ঞা জারি করে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না রোহিতরা। অন্যদিকে, গোটা টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজনের বিষয়ে পিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।