আজকাল ওয়েবডেস্ক: ১১ জানুয়ারি ৫২ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেটের এক অবিস্মরণীয় চরিত্র রাহুল দ্রাবিড়। ক্রিজে ধৈর্যশীলতা, নিখুঁত ব্যাটিং টেকনিক এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত তিনি। ভারতীয় ব্যাটিং লাইনআপের শক্তিশালী স্তম্ভ হিসেবে ক্রিকেট মহলে তিনি পরিচিত দ্য ওয়াল নামে। ১৯৭৩ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন দ্রাবিড়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা ছিল তাঁর। বাবা শরদ দ্রাবিড়ও ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন ক্রিকেটে। ১৯৯১ সালে কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাহুলের।

 

নির্ভরযোগ্য ও ধারাবাহিক ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশি সময় লাগেনি দ্রাবিড়ের। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। টেস্ট ক্রিকেটে তাঁর ১৬ বছরের কেরিয়ারে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছেন দ্রাবিড়। গোটা কেরিয়ারে মোট ৩১২৫৮ বল খেলেছেন তিনি। গোটা ক্রিকেট জীবনে ক্রিজে সময় কাটিয়েছেন ৪৪,১৫২ মিনিট। মোট ২১০টি ক্যাচ নিয়েছেন তিনি যা টেস্ট ক্রিকেটে কোনও নন-উইকেটকিপারের জন্য সবচেয়ে বেশি। ক্রিকেট থেকে অবসরের পরেও দ্রাবিড় কোচ এবং মেন্টর হিসেবে নিজের দক্ষতা তুলে ধরেছেন। ইন্ডিয়া এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

 

একাধিক তরুণ প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি করেছেন। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, এবং সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা তাঁদের সাফল্যের পেছনে দ্রাবিড়ের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন। ২০২৪ সালে দ্রাবিড়ের কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তরুণ প্রজন্মের কাছে রাহুল দ্রাবিড় কেবলমাত্র একজন ক্রিকেটার নন, এক অনন্য অনুপ্রেরণা এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।