আজকাল ওয়েবডেস্ক: দিল্লি টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের লড়াইয়ে খানিকটা হলেও হতাশ হল ভারত। সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ফলো-অন করানোর পরও স্বাগতিকদের ঘুম উড়িয়ে দিল ক্যারিবিয়ান ব্যাটাররা। জন ক্যাম্পবেল ও শাই হোপের দুর্দান্ত শতরানে দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ।
যতটা সহজে জয় পাওয়ার কথা ভেবেছিল ভারত, ততটাও সহজ হচ্ছে না ব্যাপারটা। ভারতকে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্ট্যান্ডে উপস্থিত দর্শকরাও দেখলেন ওয়েস্ট ইন্ডিজের এই লড়াকু পারফরম্যান্সের সাক্ষী হতে।
Me and Who ???? pic.twitter.com/oYn8TKbqAC https://t.co/NgDw3F61B9
— Honest Cricket Lover (@Honest_Cric_fan)Tweet by @Honest_Cric_fan
তবে চতুর্থ দিনে ম্যাচ চলাকালীন এক অন্য ঘটনা দেখা গেল গ্যালারিতে। দর্শকাসনে এক তরুণীতে দেখা যায় তাঁর প্রেমিককে গ্যালারিতে কষিয়ে চড় মারতে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, ম্যাচে ভারতের হয়ে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব নেন তিনটি করে উইকেট। চতুর্থ দিনের শেষ সেশনে ৩৯০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, আর সেইসঙ্গে ভারতের সামনে দাঁড়ায় ১২১ রানের সহজ লক্ষ্য।
একসময় ২১২/২ থেকে ৩১১/৯ হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শেষ উইকেটে জাস্টিন গ্রিভস (অপরাজিত ৫০) ও জেডন সিলস (৩২)-এর ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতের বোলারদের ভালোই চাপে ফেলে দেয়।
শেষ পর্যন্ত বুমরা (৩/৪৪) ইনিংসের শেষ উইকেট তুলে নেন, সিলসকে আউট করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্যাম্পবেল ১১৫ ও শাই হোপ ১০৩ রানের ইনিংস খেলেন। দু’জনের মধ্যে তৃতীয় উইকেটে ১৭৭ রানের দারুণ জুটি গড়ে দলের ইনিংসের ভিত মজবুত করেন তারা। প্রথম ইনিংসে ২৪৮ রানে শেষ হয়েছিল ক্যারিবিয়ানদের ইনিংস।
তার আগে ভারত তুলেছিল ৫১৮। দিল্লি টেস্ট জিততে শেষ দিন ভারতকে করতে হবে আর মাত্র ৫৮ রান। প্রথম ইনিংসে শতরান পেলেও দ্বিতীয় ইনিংসে রান পাননি যশস্বী। মাত্র ৮ রান করে ফেরেন। লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ২৫ রানে। আর সাই সুদর্শন অপরাজিত ৩০ রানে। যশস্বীকে ফিরিয়েছেন ওয়ারিকান। চতুর্থ দিন শেষে ভারতের রান এক উইকেটে ৬৩। যা পরিস্থিতি বুধবার হয়ত প্রথম ঘণ্টাতেই শেষ হয়ে যাবে খেলা।
