আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের পর ক্রিকেটারদের জন্য একাধিক নয়া নিয়ম চালু করেছে বিসিসিআই। ক্রিকেটারদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও দলীয় পরিবেশ নতুন ১০টি নির্দেশিকা চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। কিন্তু বিসিসিআইয়ের নতুন নিয়ম চালু হওয়ায় স্বয়ং হেড কোচ গম্ভীরকেও কিছু বিধিনিষেধের সম্মুখীন হতে হয়েছে। বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, দলের কোনও খেলোয়াড় কিংবা সাপোর্ট স্টাফের আপ্তসহায়ক বা ম্যানেজাররা আর টিম বাসে ভ্রমণ করতে পারবেন না।

 

এমনকি দলের সঙ্গে এক হোটেলে থাকার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করেছে বোর্ড। অস্ট্রেলিয়া সফরের সময় গম্ভীরের আপ্তসহায়ক সবসময় তাঁর সঙ্গে থাকতেন যা বোর্ডের নজরে এসেছিল। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই বিসিসিআই এই কড়া ব্যবস্থা নিয়েছে। এখন গম্ভীরের আপ্তসহায়ক ভারতীয় দলের হোটেলে থাকার অনুমতি পাচ্ছেন না এবং তাঁকে আলাদা একটি হোটেলে থাকতে হচ্ছে। শুধু সাপোর্ট স্টাফই নয়, বিসিসিআই ক্রিকেটারদের স্ত্রী, সঙ্গী ও পরিবারের সদস্যদের ক্ষেত্রে এই কড়া নিয়ম চালু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির চলাকালীন ক্রিকেটাররা তাঁদের স্ত্রী বা পরিবারের কাউকে সঙ্গে রাখতে পারবেন না।

 

কোনও বিশেষ ক্ষেত্রে অনুমতি পেলেও নিজেদের খরচে পরিবারকে আনতে হবে। এছাড়াও ব্যক্তিগত বাবুর্চি, হেয়ার স্টাইলিস্ট ও খেলোয়াড়দের এজেন্টদের দলের সঙ্গে থাকার অনুমতি থাকছে না। আগে এই সুযোগ অনেক খেলোয়াড়ই পেতেন, তবে এবার তা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। বিসিসিআইয়ের মতে, এই পদক্ষেপগুলোর মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার দুবাই উড়ে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। সদ্য ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন রোহিতরা। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা।