আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের কোচিংয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারতীয় দল। লাল বলের ক্রিকেটেও আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে। এর কৃতিত্ব টি-২০ ক্রিকেটকে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। দাবি করেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বাড়বাড়ন্তে টেস্ট ক্রিকেটে আর খুব বেশি ড্র হবে না। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, 'ড্র বিরক্তিকর। টি-২০ ক্রিকেটের আবির্ভাবের পর আমার মনে হয় না আমরা টেস্টে খুব বেশি ড্র দেখতে পাবো।' কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে সঠিক কম্বিনেশন গড়তে পারেনি রোহিত-গম্ভীর জুটি। দ্বিতীয় টেস্টে সঠিক দল গঠনের চ্যালেঞ্জ তাঁদের সামনে। কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। তারমধ্যে অন্যতম সরফরাজ খান এবং কেএল রাহুলের মধ্যে একজনকে বেছে নেওয়া। যদিও এই প্রসঙ্গে বিশেষ মন্তব্য করতে চাননি ভারতের হেড কোচ। গম্ভীর বলেন, 'যেকোনো টেস্টে প্রথম একাদশ বাছা কঠিন। দলের মধ্যে প্রতিযোগিতা থাকা ভাল।' 

মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, অনিশ্চয়তার কালো মেঘ কেটে গিয়েছে। দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে ঋষভ পন্থকে। সমর্থকদের আশ্বস্ত করলেন রোহিতদের হেড কোচ। গম্ভীর বলেন, 'পন্থ পুরো ঠিক আছে। দ্বিতীয় টেস্টে উইকেটকিপিং করবে।' বেঙ্গালুরু টেস্টে চোট পাওয়ার পর থেকে পন্থকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হাঁটুতে ইঞ্জেকশন নিয়েও দ্বিতীয় ইনিংসে উইকেটকিপিং করতে পারেননি। তবে ব্যাট করেন। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া হয়। ৯৯ রান করে ফেরেন। হাঁটু ফুলে যাওয়ায় কোনও ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে উইকেটকিপিং করানো হয়নি। পুনেতে পুরো ফিট হয়েই নামবেন পন্থ। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ধাক্কা খেয়েছে। ঘরের মাঠে বাকি দুটো টেস্ট জিততেই হবে রোহিতদের। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় মাত্র একটা টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের।