আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু লর্ডস টেস্ট। ভারতের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন হতে পারে। এজবাস্টনে তিন নম্বরে নামানো হয় করুণ নায়ারকে। প্রথম টেস্টে ওয়ান ডাউনে খেলানো হয়েছিল সাই সুদর্শনকে। কিন্তু তৃতীয় টেস্টে তিন নম্বরে অন্য কোনও ব্যাটারকে দেখা যেতে পারে। এজবাস্টন টেস্টে ভারতীয় দল বাছাই নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় মঞ্জরেকর। বিশেষ করে সাই সুদর্শনকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তবে ঐতিহাসিক জয়ের পর সব কিছু ধামাচাপা পড়ে যায়। তবে তাতে সন্তুষ্ট নয় ভারতের প্রাক্তনী। সরাসরি জানান, ভারতীয় দল নির্বাচনে তিনি অবাক। মঞ্জরেকর বলেন, 'আগের টেস্টে দল নির্বাচন অদ্ভুত ছিল। যার সঙ্গে আমি সহমত নয়। দিনের শেষে জয় হয়ত সেগুলোতে ধামাচাপা দেবে। আমার মনে হয়েছিল মাত্র এক ম্যাচের পর সাই সুদর্শনকে বাদ দেওয়া উচিত হয়নি। দ্বিতীয় ইনিংসে খারাপ খেলেনি। ওর মতো তরুণ প্লেয়ারের ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমি হলে ওকেই খেলতাম। কিন্তু এই টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা আলাদা।' 

ভারতের প্রাক্তন তারকা মনে করেন, করুণ নায়ার নয়, তিন নম্বরে নামা উচিত সুদর্শনের। এই প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, 'আমি সাই সুদর্শনকে তিন নম্বরে দেখতে চাই। আমার জন্য করুণ নায়ার তিন নম্বরে নামার উপযুক্ত নয়। সবাই শতরান করছে। আমার মনে হয়, সাইয়ের সেই সুযোগ পাওয়া উচিত। তবে আমি চাই করুণও আরও একটা সুযোগ পাক। এতবছর পর যেভাবে প্রত্যাবর্তন করেছে। নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে ও খেলতে পারে।' লর্ডস ম্যাচের কম্বিনেশন নিয়ে কোনও ইঙ্গিত দেননি গম্ভীর, গিলরা। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা বেশি।