আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টে কয়েকটা পরিবর্তন হতে চলেছে ভারতীয় দলে। তবে শেষপর্যন্ত কাদের কপাল খুলবে এখনও জানা যায়নি। যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা কম হওয়ায়, অনেকগুলো বিকল্প খুলে গিয়েছে। পেসারদের মধ্যে রয়েছেন অর্শদীপ এবং আকাশ দীপ। স্পিনারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের মধ্যে একজনের খেলার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, দৌড়ে এগিয়ে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এখানেই আপত্তি মহম্মদ কাইফের। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, কুলদীপকে বাদ দেওয়া অন্যায় হবে।
সম্প্রতি ভারতের টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি কুলদীপ। কাইফ মনে করেন, গৌতম গম্ভীর এবং শুভমন গিলের কাছে কোনও কারণ নেই তারকা স্পিনারকে বাদ দেওয়ার। রবিচন্দ্রন অশ্বিনের জন্য প্রথম একাদশে জায়গা পেতেন না কুলদীপ। তবে তাঁর অবসরের পর দলে দ্বিতীয় স্পিনারের জায়গা খুলে গিয়েছে। এবার চায়নাম্যানের সামনে সুযোগ রয়েছে লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কুলদীপকে খেলানোর আর্জি জানান প্রাক্তন তারকা। কাইফ বলেন, 'দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে কুলদীপ যাদব সুযোগ না পেলে সেটা অন্যায় হবে। আট বছরে মাত্র ১৩টা টেস্টে খেলেছে। আগে অশ্বিনের জন্য টেস্টে সুযোগ পেত না। এবার ওকে বাদ দেওয়ার কোনও কারণ নেই।' পাঁচ ম্যাচের সিরিজ ০-১ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবেন গিলরা। নজর থাকবে বোলিং কম্বিনেশনের দিকে।
