আজকাল ওয়েবডেস্ক: স্পেনের তারকা লামিনে ইয়ামালের বাবার ছুরিকাহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। স্পেনের একটি সংবাদমাধ্যম জানায়, কাতালোনিয়ার মাতারো অঞ্চলে ছুরি দিয়ে মৌনির নাসরাউয়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। যা বার্সিলোনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন ইয়ামালের বাবা। গাড়ি পার্ক করার সময় এই ঘটনা ঘটে। তার আগে কয়েকজন লোকের সঙ্গে বচসা হয় তাঁর। তাঁরাই ফিরে এসে তারকা ফুটবলারের বাবাকে আক্রমণ করে। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ামালের বাবাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মাতারো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্প্যানিশ তারকার বাবা। গুরুতরভাবে আহত হলেও, শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে বিপদমুক্ত। যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাটি শুধুমাত্র কথা কাটাকাটির জেরে হয়েছে, নাকি অন্য কোনও কারণ আছে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কোনও অতীত শত্রুতার বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। বাবার সঙ্গে দেখা করে গাড়িতে হাসপাতাল ছাড়তে দেখা যায় ইয়ামালকে। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সিলোনায় হাতেখড়ি হয় ইয়ামালের। কিন্তু গত মরশুমে প্রথম প্রচারের আলোয় আসেন। দ্রুত দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন। এবার ইউরোয় স্পেনের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে গোল করার নজির গড়েন। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আবিষ্কার তিনিই।
ঘটনাটি শুধুমাত্র কথা কাটাকাটির জেরে হয়েছে, নাকি অন্য কোনও কারণ আছে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কোনও অতীত শত্রুতার বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। বাবার সঙ্গে দেখা করে গাড়িতে হাসপাতাল ছাড়তে দেখা যায় ইয়ামালকে। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে মাত্র ১৫ বছর বয়সে বার্সিলোনায় হাতেখড়ি হয় ইয়ামালের। কিন্তু গত মরশুমে প্রথম প্রচারের আলোয় আসেন। দ্রুত দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে ওঠেন। এবার ইউরোয় স্পেনের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে গোল করার নজির গড়েন। এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আবিষ্কার তিনিই।
