আজকাল ওয়েবডেস্ক: ইদানীংকালে ভারত-পাকিস্তান দেখা হলেই ভারতই শেষ হাসি হাসে। এটাই দস্তুর হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক তা মানতে চান না। 

একটি পাক চ্যানেলে সাকলিন ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, পাকিস্তানের সঙ্গে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলে প্রমাণ করো যে তোমরা সেরা দল। সাকলিন বলছেন, ''সত্যিই যদি তোমরা সেরা দল হয়ে থাকো তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ১০টি টেস্ট, ১০টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলে দেখাও। তাহলেই সব ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।''

এদিকে আরেক প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক আইপিএল বর্জনের ডাক দিয়েছেন। ইনজি বলেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিন। আইপিএলে কী হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে খেলে। কিন্তু ভারতের ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোরও উচিত,আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। ভারতীয় বোর্ড যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।''

পাক ক্রিকেটারদের কিন্তু ভারতের উপরে ক্ষোভ কমছে না।