আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতেন সৌরভ তিওয়ারি। কেরিয়ারের গোড়ার দিকে লম্বা চুল রাখতেন ধোনি। বাঁ হাতি সৌরভ নকল করতেন মাহিকেই। 

১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সৌরভ তিওয়ারি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের ছেলের সঙ্গে খেলছেন। দেশের হয়ে তিনটি ওয়ানডে খেলা সৌরভ তিওয়ারি সেই ভিডিওর ক্যাপশন হিসেবে লিখেছেন, ''মাহি ভাইয়া আমার ছেলে সৌরীশের সঙ্গে খেলছে।'' 

এমএস ধোনির নেতৃত্বে ২০১০ সালে সৌরভ তিওয়ারির অভিষেক ঘটেছিল বিশাখাপত্তনমে। ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

গত মাসে ৩৫ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার সচিব ও যুগ্ম সচিব নির্বাচিত হন। 

ভিডিওয় দেখা যাচ্ছে, সৌরভ তিওয়ারির ছোট্ট ছেলে সৌরীশ খেলতে ব্যস্ত ধোনির সঙ্গে। 

 

তিওয়ারি গতবছরের ফেব্রুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ঝাড়খণ্ডের হয়ে ১৭ বছর খেলেছেন। ৮৮ বার রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। 

ঘরোয়া ক্রিকেটে সৌরভের সাফল্য বেশি। ১৭ বছর ধরে ১১৫টি প্রথম শ্রেণির ম্যাচে নামেন সৌরভ। তাঁর ঝুলিতে ৮০৩০ রান।