আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ইগর স্টিমাচের ঝামেলা মিটমাটের পথে। তবে ক্রোয়েশিয়ান কোচকে বিশাল অঙ্কের টাকা দিতে হবে এআইএফএফকে। চুক্তির মাঝপথে তাঁকে ছাঁটাই করায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ২০২৬ পর্যন্ত স্টিমাচের সঙ্গে চুক্তি ছিল ফেডারেশনের। সেই তারিখ পর্যন্ত বেতনের দাবি করেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। কিন্তু তাতে রাজি হয়নি ফেডারেশন কর্তারা। তাতেই সমস্যার সূত্রপাত। লড়াই সমাজমাধ্যমে শুরু হলেও জল বহুদূর গড়ায়। ভারতীয় ফেডারেশনকে ফিফায় টেনে নিয়ে যাওয়ার হুমকি দেন স্টিমাচ। তাঁকে তিন মাসের বেতন দিতে চেয়েছিলেন ফেডারেশনের কর্তারা। কিন্তু সেটা নিতে অস্বীকার করেন তিনি। শেষপর্যন্ত সমস্যা মেটার পথে। জানা গিয়েছে, স্টিমাচকে প্রায় সাড়ে তিন কোটি টাকা দেওয়া হবে। যদিও ২০২৬ জুন পর্যন্ত তাঁর মোট বেতন দ্বিগুণ। শোনা যাচ্ছে, গত মাসের শেষে ফেডারেশনকে একটি মেল করেন ক্রোয়েশিয়ান কোচ। সেখানে তাঁর পাওনার ৫০ শতাংশ দাবি করেন। সেই টাকা তাঁকে দিয়ে দিতে পারে ফেডারেশন। 

২০১৯ সালে ভারতের কোচ হন ইগর স্টিমাচ। প্রথমে তাঁর সঙ্গে চার বছরের চুক্তি হয়। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। তারপর সেটা আরও তিন বছর বাড়িয়ে দেওয়া হয়। তাঁর জমানায় ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ কাপ জেতে ভারত। এক মরশুমে ত্রিমুকুট পান সুনীলরা। কিন্তু এশিয়ান কাপে মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল। একটিও গোল করতে পারেননি সুনীলরা। এরপর বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করতে পারেনি ভারত। তারপরই স্টিমাচকে ছাঁটাই করা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেন। তখনই বোঝা গিয়েছিল, এই জল অনেকদূর গড়াবে। শেষপর্যন্ত সমস্যা মেটার পথে।