আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স আর শাহরুখ খান সমার্থক হয়ে গিয়েছে। কিং খান নিজেকে কেকেআর-এর দ্বাদশ ব্যক্তি বলে থাকেন। সেই শাহরুখ এবং কেকেআর নিয়ে অন্য রকম গল্প শোনালেন ললিত মোদি।
আইপিএল ললিত মোদিরই মস্তিষ্কপ্রসূত। বলিউড এবং ক্রিকেটের মিশেলে সুপারহিট হয়ে গিয়েছে আইপিএল। এহেন ললিত মোদি জানালেন, শাহরুখ খানের প্রথম পছন্দ নাকি ছিল না কলকাতা নাইট রাইডার্স।
ফিল্মফেয়ারে প্রকাশিত সাক্ষাৎকারে ললিত মোদি বলেছেন, ''শাহরুখ খানের ক্রিকেট সম্পর্কে সেরকম জ্ঞান ছিল না তবুও আইপিএলের দলের জন্য বিড করে। তবে শাহরুখের প্রথম পছন্দ কিন্তু ছিল মুম্বই। মুকেশ আম্বানি মুম্বই নিয়ে নেন। তখন শাহরুখ কলকাতাকে বেছে নেয়। শাহরুখ ক্রিকেটকে বিনোদনে মুড়ে দিয়েছে, এটাই ওর বিরাট অবদান। শাহরুখের টানে মহিলা এবং ছোট বাচ্চারা মাঠ ভরাচ্ছে। আইপিএলের সাফল্যের পিছনে এটা বিরাট অবদান বলতে হবে। আইপিএল মানে গান-বাজনা, চিয়ারলিডার এবং উৎসবের মতো পরিবেশ। যা সবার ইভেন্টে পরিণত হয়েছে।''
কেকেআর-এর খেলা ইডেনে থাকলে অবধারিত ভাবে শাহরুখ খান উপস্থিত থাকেন। 'করব, লড়ব, জিতব রে' গানের সঙ্গে কিং খানের পা মেলানো খেলার শেষে দারুণ এক মুহূর্ত তৈরি করে। আইপিএলের মেগা নিলাম শেষ। নাইটদের দল তৈরি সম্পূর্ণ। অপেক্ষার প্রহর গোনা শুরু। আইপিএল শুরু হলেই ইডেন গমগম করবে 'করব, লড়ব, জিতব রে' ধ্বনিতে। শাহরুখের উপস্থিতিতে ক্রিকেট হয়ে উঠবে আরও প্রাণবন্ত।
