আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েকদিন আগেই আইপিএল জিতে আলোড়ন ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।‌ আবেগের বন্যায় ভাসেন বিরাট কোহলি। ফুটবল বিশ্বও দেখল আরও এক কিংবদন্তির আবেগের ঢেউ। নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। পেশিতে টান লাগায় পুরো ৯০ মিনিট খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুল টাইমের আগে তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ। যন্ত্রণাকাতর অবস্থায় কষ্ট করে দাঁড়িয়ে থেকে পেনাল্টি শুটআউট দেখেন তারকা ফুটবলার। শেষ পেনাল্টির পর আবেগ চেপে রাখতে পারেননি। হাঁটু মুড়ে মাঠে বসে পড়েন রোনাল্ডো। দু'হাত দিয়ে মুখ ঢেকে নেন। কান্নায় ভেসে যান। দ্বিতীয়বার নেশনস‌ লিগ জিতল পর্তুগাল। এই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারেননি। কয়েকদিন আগেই ক্রিকেট মাঠে একই দৃশ্য দেখেছে বিশ্বক্রিকেট। পাঁচদিনের মাথায় আরও এক কিংবদন্তিকে আবেগের প্লাবনে ভেসে যেতে দেখল ফুটবল বিশ্ব। 

৪০ বছর বয়সে অধিকাংশ ফুটবলারকে বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যায়। বা কোচ হওয়ার যাত্রা শুরু করে দেয়। সেখানে রোনাল্ডো এখনও গোল করে দলকে চ্যাম্পিয়ন করছে। দ্বিতীয়ার্ধে তাঁর গোলেই সমতা ফেরায় পর্তুগাল। এরপরই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ৩ জুন একই চিত্র দেখা গিয়েছিল বাইশ গজে। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর একই ভঙ্গিতে আবেগের বিস্ফোরণ ঘটান কোহলি। হাঁটু মুড়ে মুখ ঢেকে বসে পড়েন মাঠে। এই দুই দৃশ্যের মধ্যে মিল খুঁজে পায় ফ্যানরা। নিজের ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করলেন সিআরসেভেন। পর্তুগিজ তারকার ভূয়সী প্রশংসায় কোচ থেকে সতীর্থরা। কোচ রবার্তো মার্টিনেজ বলেন, 'একজন অধিনায়ক যার এত অভিজ্ঞতা রয়েছে, তাঁর চারিত্রিক দৃঢ়তার বহির্প্রকাশ দরকার ছিল। স্পেন দু'বার এগিয়ে গিয়েছিল। তবে আমাদের অধিনায়কের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমরা সেটা কাজে লাগিয়েছি।' সতীর্থ নুনো মেন্ডেজ বলেন, 'ওর সবকিছু প্রাপ্য। মাঠ এবং মাঠের বাইরে আমাদের প্রচুর সাহায্য করে। ওর জেতার মানসিকতা রয়েছে। ও সবার আদর্শ। আমরা ওকে পেয়ে খুশি।' দুই তারকার আবেগের বহির্প্রকাশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতেই মিল খুঁজে পাচ্ছে ফ্যানরা।