আজকাল ওয়েবডেস্ক: খেলা দেখতে গিয়ে দর্শকাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ভক্তের। রবিবার মিউনিখে উয়েফা নেশনস লিগের ফাইনাল ছিল পর্তুগাল বনাম স্পেনের। সেই ম্যাচ দেখতে গিয়েই মর্মান্তিক পরিণতি। উয়েফা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ওই ভক্ত সেন্ট্রাল টায়ারে বসেছিলেন। তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। আচমকাই তিনি সেখান থেকে লোয়ার টায়ারে প্রেসবক্সের সামনে পড়ে যান। পুলিশ ও স্টেডিয়ামে থাকা মেডিক্যাল টিমের সদস্যরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। আহত দর্শককে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি।
দুই দলই খেলার শেষে এই ঘটনায় শোকপ্রকাশ করেছে। স্পেন কোচ বলেছেন, ‘গভীর শোকপ্রকাশ করছি এক ভক্তের মৃত্যুতে।’ পর্তুগাল দলের তরফে বলা হয়েছে, ‘খুবই খারাপ খবর।’
এদিকে, নেশনস লিগ ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে হারিয়ে জিতল পর্তুগাল। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ২–২। অতিরিক্ত সময়ে কোনও গোল হয়নি। এই নিয়ে দ্বিতীয় বার নেশনস লিগ জিতলেন রোনাল্ডোরা।
কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা যে ঘটে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি।
